রায় বাড়ি থেকে অশান্তি কিছুতেই পিছু ছাড়ছে না। স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে, বাড়ির মহিলারা বাগানে বসে করছে পান্তা পিকনিক। সেখানেও প্রথমে ছোটো ও মেজো কাম্মার সঙ্গে অশান্তি হয় কিন্তু পরে আবার ঠিকও হয়ে যায়। এরপর, পান্তা পিকনিক করতে করতেই ঠাম্মি নিজের নদীয়ার স্মৃতিচারণা করছিলো। এমন সময় ডোনার হঠাইই একটা ফোন এলে সে বেরিয়ে যায়। এই সুযোগে পূরবী সবাইকে বলে সে জিনিয়াকে তাঁর ছেলের বউ করতে চায়, কারোর বাধা সে শুনবে না।
এরপর, দেখা যায় অন্যদিকে মোহনা তাঁর নিজের দুনিয়ায় ব্যস্ত আয়ানকে নিয়ে। এমন সময় আকাশ এসে মোহনাকে আদৃতের কথা জিজ্ঞাসা করলেও সে সম্পূর্ণটাই এড়িয়ে যায়। এরপর, আকাশের মা তাঁকে ফোন করলে বোনের কথা সমস্তটা খুলে বলে। আকাশ মনে মনে ভাবে, সে এতটা স্বার্থপর হতে পারবে না যে অন্যের সংসার ভেঙে বোনের ভালো করবে।
এরপর দেখাইছে এই জিনিয়া তার মায়ের সঙ্গে বাড়িতে বসে পরিকল্পনা করছে কি করে আদি ও শুভর মধ্যে অশান্তি বাধিয়ে দেওয়া যায় যাতে তারা সেই নিয়েই ব্যস্ত থাকে এবং তাকে যেন কোনো বিরক্ত না করতে পারে। কিন্তু এই সব শুনেও যিনি আর মা খুব একটা নিশ্চিন্তে থাকতে পারছে না।
এরপর দেখা যায় বাড়িতে চুপিসারে অফিস থেকে এসে আদি তার বউকে সারপ্রাইজ দিচ্ছে। বউয়ের রাগ ভাঙ্গানোর জন্য গোলাপ ফুল হার সবকিছু এনেছি আদি আর শুভর সঙ্গে রোমান্স করছে। এই পুরোটাই বাড়ির সবাই দেখতে থাকে আর তাদেরকে নিয়ে মশকরা করতে থাকে।
এরপর লজ্জা পেয়ে শুভ ঘরে যাওয়ার সময় সে দেখে সমিত মন খারাপ হয়ে এক কোণে দাঁড়িয়ে আছে। এরপর, শুভ পরে তার ঘরে গেলে দেখে তুলির ফটো নিয়ে তাদের সুন্দর মুহূর্তের স্মৃতিচারণা করছে। এমন সময় শুভ তাকে বলে, প্রথম প্রেম কখনোই ভুলে যাওয়া যায় না। কথায় কথায় সমিত বলে, তুলি যেমন তাকে ছেড়ে চলে গেছে কিছু না বলে তেমন সেও আগামী দিনে এগিয়ে যাবে।
আরও পড়ুনঃ ফুলকির হাতে মার খেয়ে স্বীকারোক্তি দিল শিবু! বাবার খোঁজ পুলিশের সঙ্গে অভিযানে ফুলকি! ছোট রানীমার ষড়যন্ত্র এবার হবে ফাঁস!
অবশেষে দেখা যায় শুভ তুলিকে ফোন করলে ফোন ধরে কিন্তু সঙ্গে সঙ্গে কেউ একজন তার হাত থেকে ফোন নিয়ে ছুড়ে ফেলে দেয় পরবর্তীতে দেখা যায় তুলির বদ তাকে বাড়িতে তুলে নিয়ে গেছে। তুলি বস তাকে বাড়িতে আটকে রেখেছে। কারুর সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছে না।। এদিকে মনে মনে তুলি ভাবে সমিত তাকে ভুলে গেছে?
খাকি টু সাফল্য পেতেই টলিউড ছেড়ে এবার বলিউডে মনোনিবেশ জিতের! টলিউডে আর পোষাচ্ছে না সুপারস্টারের?