অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলল সমিত। নিজের সাজানো পরিকল্পনা মতোই জিনিয়া বিয়ের জন্য রাজি করালো সমিতকে। স্টার জলসার গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে দেখা যাবে, এক জায়গায় বসে একান্তে সমিত-জিনিয়া কথা বলছে। জিনিয়া তাঁর কথার মাধ্যমে সমিতকে সান্তনা দেওয়ার চেষ্টা করছে এবং বলছে তাদের মধ্যে বিয়ে হয়নি তো কি হয়েছে? তারা দুজনে ভালো বন্ধু থাকতে পারে। এই শুনে সমিতের মন গলে যায়।
আর, এরপরেই সমিত সিদ্ধান্ত নেয়, সে জিনিয়াকে বিয়ে করবে। জিনিয়া এই কথা শুনে মনে মনে ভাবে, ‘তাঁর প্ল্যান মতোই সবকিছু চলছে। একবার যদি সে এই বাড়ির বউ হয়ে ঢুকতে পারে তাঁর পরেই জমবে আসল মজা’। সমিতের এই কথা শুনে খুবই আনন্দ পায় পূরবী। ওদিকে, আবার রূপক মনে মনে ভাবে, সমিত নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে।
এমন সময়, জিনিয়ার কাছে ফোন চলে আসে সেই ব্যক্তির যে কিনা তুলিকে আটক করে রেখেছে। সেই ব্যক্তি জিনিয়াস সঙ্গে সমিতের বিয়ের কথা শুনে বলে, তাদের এতদিনের পরিকল্পনা সাফল্য পেয়েছে। অন্য দিক থেকে জিনিয়াও তাকে অভিনন্দন জানায়, কারণ সেও চায় তুলিকে বিয়ে করতে। এইসব কথা সে তুলির সামনেই আলোচনা করতে থাকে।
অন্যদিকে দেখা যায়, জিনিয়ার এই ফোনে কথা বলাটা কিছুটা হলেও সন্দেহের চোখে দেখতে শুভ। শুভ ভাবে, এমন আনন্দের সময় জিনিয়া কার সঙ্গে লুকিয়ে ফোনে কথা বলছে? এরপর, সেই ব্যাক্তিকে তুলিকে জানায়, এখনও তাঁর জেদ কমেনি। তাই, তাঁকে সে এইভাবেই হাত পা বেঁধে রাখবে।
আরও পড়ুনঃ না আছে কাজের পরিবেশ, না সৃজনশীলতা, গল্পের মাথামুন্ডু নেই! বাংলা ধারাবাহিক থেকে চিরতরে বিদায় নিলেন রত্না ঘোষাল
অন্যদিকে, দেখা যায় রায় পরিবারের সবাই মিলে বেরিয়েছে বিয়ের কেনাকাটা করতে। আর, এমন সময় জিনিয়া বলে সে এই বাড়ির সকলের জন্য জামাকাপড় কিনতে চায়। এই শুনে খুশি হয়ে যায় পূরবী। অন্যদিকে, তুলি হাত পায়ের বাঁধন খুলে ওই আটক করার ব্যক্তির চোখ আড়াল করে বেরিয়ে আসে। আর, রাস্তায় এসে পিছন থেকে শুভকে ডাকে তুলি। এরপর, যে দোকানে শুভরে ঢুকেছে সেই দোকানে ঢোকে তুলি ডাকে কিন্তু, সেই সময় ওই ব্যাক্তি এসে তাকে আড়ালে নিয়ে যায়।