শুভ ঠাম্মিকে মনের কথা খুলে বলল। স্টার জলসার ভাইকে আজকের পর্বে দেখা যাবে, ঠাম্মি আলোচনা করতে শুভকে নিজের ঘরে নিয়ে গেছে। এরপর, জোরাজুরি করতেই শুভ মোহনা-আদিকে নিয়ে সন্দেহর কথা বলে। শুভর মতে, মোহনার সঙ্গে আদি বন্ধুত্ব আর পাঁচটা সাধারণ বন্ধুত্বের মতো নয়। মোহনা চায় আদিকে তার থেকে কেড়ে নিতে।
শুভর মোহনাকে নিয়ে সংসারের কথা শুনলে ঠাম্মি জানায়, তাঁকে তাঁর ভালোবাসার প্রতি বিশ্বাস রাখতে হবে ভরসা রাখতে হবে। ভালোবাসার জোর থাকলে কোন তৃতীয় ব্যক্তি কোন সম্পর্কে ঢুকতে পারে না। দুজনের সম্পর্কের মধ্যে কোনো পাঁচিল আটকে দেওয়া যাবে না।
এরপর, অন্যদিকে দেখা যায় মোহনা চুপিসারে এসেছে শুভ-আদির ঘরে। মোহনা ঘরে এসে আলমারি থেকে ফটোফ্রেম দেখছে আর মনে মনে ভাবে, আর এই ঘরে তাঁর থাকার কথা ছিল। এরপর, আয়নার সামনে গিয়ে শুভর সিঁদুর নিয়ে মোহনা মনে মনে ভাবে, এই সিঁদুরে কি শুভরই শুধু অধিকার রয়েছে? এই ভেবে সেই সিঁদুরটা পরতে যায় আর তখনই ঘরে আসে আদি।
আদি এসে মোহনাকে বলে সে এখানে কি করছে? এরপর কথায় কথায় মোহনা রেগে যায় আর বলে, আয়ান তুমি কি সত্যিই বুঝতে পারো না আমি তোমায় কতটা ভালবাসি সারাদিন তুমি শুধু শুভ শুভ করে যাও’। এমন সময়, ঘরে এসে পরে শুভ।
উপরে আসা মাত্রই মোহনা ঘর থেকে চলে যায় আর তারপরে দেখে ড্রেসিং টেবিলে ছড়ানো রয়েছে সিঁদুর। এই দেখে শুভর মনে সন্দেহ বেড়ে যায়। শুভ বার বার করে এদিকে মোহনার সংসার ব্যাপারে বোঝাতে চাইলেও আদি তাঁর বন্ধুত্ব কিংবা কর্তব্যের খাতিরে মোহনাকে কখনোই অস্বীকার করতে পারে না। এমন সময় বাধ্য হয়ে শুভ তাকে বলে সে যেন মোহনার সঙ্গে কোনো বন্ধুত্ব বা সম্পর্ক না রাখে।
আরও পড়ুনঃ ভুল বোঝাবুঝির হল অবসান! সকলের সামনে মিটিল অনন্যার পর্দা ফাঁস করল! অনন্যা ডলকে উস্কানি দিল কমলিনীকে অপমান করার জন্য! তবে, কি এবার নতুন আবার ফিরবে বৌঠানের সংসারে?
শুভর কথা শুনে আদি বলে, তার ব্যবহার যদি দিনে দিনে এমন খারাপ হতে থাকে তাহলে কথাই আর বলা যাবে না। এই কথা শুনে শুভ খুব কাঁদতে থাকে। যথারীতি পরের দিন সকালবেলা রবিবার হওয়ায়, বাড়ির সবাই ব্রেকফাস্ট টেবিলে এসে হাজির হয়েছে। এদিকে, আদি শুভর মনোমালিন্য চলায় কেউই কারো সঙ্গে কথা বলছে না। এমন সময়, মোহনাও আসে ওই ব্রেকফাস্ট টেবিলে। এরপর, একদিকে আদি-শুভ অন্যদিকে ঋদ্ধি-ডোনার মধ্যে ঝামেলা মিটানোর জন্য ঠাম্মি একটা পরিকল্পনা করে তাদের মধ্যে দূরত্ব ঘোচানোর জন্য।