মোহনার সঙ্গে বিয়ের প্ল্যান করেছিল আদি! মোহনার চিঠি অবাক করে দিল শুভকে! তবে, কি বিনা দোষে শুভ আদিকে ভুল বুঝবে? কি পদক্ষেপ নিতে চলেছে শুভলক্ষী?

মানুষ যখন কাউকে ভালোবাসে তখন তাঁকে হারাবার ভয়ে সবসময়েই মনে কাজ করতে থাকে। এখন কিছুতে এমনই পরীক্ষা দিয়ে দেখা যাচ্ছে শুভ লক্ষ্মীর জীবনে। স্টার জলসা গৃহপ্রবেশ ধারাবাহিক আজকের পর্বে দেখা যাবে, আদি-শুভ সেই আগেরমত লুকিয়ে ঘুরে ঘুরে প্রেম করছে। কখনো যাচ্ছে তাঁরা কফি ডেটে, আবার কখনো যাচ্ছে মুভি ডেটে।

আর, এই সবটাই দূর থেকে লক্ষ্য করছে মোহনা। একটা সময়ের পর শুভর হঠাৎ মনে হতে থাকে তাদের কেউ ফলো করছে, কেউ সবসময় নজরে রাখছে। আর, শুভকে অন্যমনস্ক দেখে আদি তাঁকে জিজ্ঞাসা করে, সে কি আজকাল ডিটেকটিভ সিনেমা দেখছে? কেন সে ভুলভাল চিন্তাভাবনা করছে? এমন সময় শুভ দেখতে পায় মোহনা গাড়ি করে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। আর এই দেখেই শুভর মনের ধারণা ঠিক হয়।

entertainment

এরপর, বাড়ি ফিরে শুভকে অয়নারা জিজ্ঞাসা করে তাদের ডেট আজ কেমন ছিল? কিন্তু, শুভকে যে যাকিছুই জিজ্ঞাসা করুক না কেন তাঁর মন পরে রয়েছে মোহনার দিকে। সে কেন তাঁদের ফলো করছিল কিংবা অন্য কেউইবা কেন ফলো করছিল এইসব নিয়ে। এমন সময় মোহনা আদিদের বাড়ির সামনে এসে মনে মনে ভাবছে সে যদি একবার আয়ানকে দেখতে পেত তাহলে খুব ভালো হত। এই সবসময় আকাশ তাকে ফোন করে আর বলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে। কিন্তু মোহনায় তাকে মিথ্যে কথা বলে যে, সে এক বন্ধুর বাড়িতে রয়েছে।

এরপর আকাশের সন্দেহ হওয়ায় সে শুভ কে ফোন করে জিজ্ঞাসা করে মোহনা কি তাদের বাড়িতে রয়েছে? এরপর শুভ জানালার সামনে গিয়ে দেখে মোহনার গাড়ি তাদের বাড়ির সামনে রাখা রয়েছে। এমন সময় শুভ দৌড়ে গিয়ে হাতেনাতে মোহনাকে ধরতে গিয়েও তাঁকে ধরতে পারে না। এমন সময় শুভ ছুটে বাইরে বেরিয়ে যায় বলে তার পিছন পিছন যায় আদি আর জিজ্ঞাসা করে সে কেন এত রাতে বাইরে এসেছে? শুভ খানিক তার ওপর বিরক্ত দেখিয়ে তেমন কিছু না বলে ঘরে ঢুকে যায়।

কিন্তু এদিকে আদি কিছুতেই বুঝতে পারছে না শুভ কেন এত অস্বাভাবিক ব্যবহার করছে। এত কষ্ট করেও শুভ’র মেজাজ ঠিক করতে পারছে না। এদিকে, পরদিন সকাল হতেই শুভ সেই খিটখিটে মেজাজ নিয়েই আদীর সঙ্গে কথা বলে। আদি মনে মনে ভাবছে শুভর এমন কি হয়েছে যে এরকম ব্যবহার করছে।

আরও পড়ুনঃ পাড়ার ছেলেদের লাথিতে কাদায় গড়াগড়ি খান জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য! ব্যথায় কাতর হয়ে লুটিয়ে পড়লেও, প্রতিবাদ করা ছাড়েননি! কি ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে?

এমন সময়, শুভ হঠাৎই আদি জামার পকেট থেকে একটা ফটো পায় আর তাতে দেখতে পাওয়া যায় একটা ক্যাফেতে মোহনা আর আদি বসে রয়েছে। ফটোর পিছনে লেখা রয়েছে মোহনার সেই চিঠি। লেখা আছে আজকের এই দিনটা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আরো এমন অনেক কথা লেখা রয়েছে যা দেখে শুভর মনে সন্দেহ বেড়ে যায়। এমনকি সেই চিঠিতে বিয়ের কথাও লেখা রয়েছে।

এরপর, শুভ আদির সঙ্গে রাগারাগি করে নীচে চলে যায়। তবে আদি শুভর এই ব্যবহার কে বেশি পাত্তা না দিয়ে ব্যাগ নিয়ে সোজা অফিসে চলে যায়। এমন সময়, সেবন্তী বিনা কারণে শুভর উপর রেগে যায় কারণ আদি আজ লাঞ্চ না নিয়েই বেরিয়ে গেছে। এরপর সেবন্তী কাকে বলে, তাঁর ছেলে যদি খারাপ থাকে তাহলে কাউকেই সে ছেড়ে কথা বলবেনা। এমন সময় শুভ মনে মনে ভাবে সে এই বাড়ির জন্য যতই করুক না কেন বৌমা বৌমাই হয়, সে কখনো মেয়ে হয়ে উঠতে পারবে না। সেবন্তী কেবল তার ছেলের কথাই ভাবছে এদিকে, শুভর মনে যে মোহনাকে নিয়ে সন্দেহের বাসা বেধেছে তার দিকে কারোর লক্ষ্য নেই।