আ’ত্ম’হ’ত্যা’র চেষ্টা, করল মোহনা! আকাশ জানতে পারলো মোহনার সন্তানের বাবা আদৃত! শুভ আদির সমস্ত সত্যি কথা জানতে পেরে কি স্বামীকে ক্ষমা করতে পারবে?

শুভলক্ষী জানতে পারলো মোহনার সন্তানের বাবা আদৃত। স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে, আদি ও শুভ ঘরে যখন একান্তে কথা বলছে তখন ফোন আসে মোহনার। এমন সময়, শুভ হঠাৎই আদিকে জিজ্ঞাসা করে সে (আদি) কি আবার এই রাতে মোহনার সঙ্গে দেখা করতে যাবে? শুভর মুখে এই কথা শুনে অবাক হয়ে যায়।

আদি বলে, সে আজ সব সত্যি কথা বলবে। ওদিকে, মোহনা রাগে-কান্নায় ভেঙে পড়েছে। তাই, দরজাও বন্ধ করে দিয়েছে। মোহনা ঠিক করেছে সবাইকে বিরক্ত করার থেকে পৃথিবী ছেড়ে চলে যাওয়াই ভালো। কিন্তু, ঘরের বাইরে থেকে সুনন্দা-আকাশ অনবরত ডেকে যাচ্ছে। কিন্তু, কারোর কোনো উত্তর দিচ্ছে না।

এদিকে, আবার আদি শুভকে সবটা বলতে যাওয়ার সময়তেই আবার একটা মোহনার মেসেজ আসে। মেসেজে লেখা সে (মোহনা) সব ছেড়ে চলে যাচ্ছে। এই মেসেজ দেখা মাত্রই শুভর সঙ্গে কোন‌ও কথা না বলে বেরিয়ে যায় আদি। ওদিকে, মোহনা নিজের হাত কেটে আ’ত্মহ’ত্যা করার চেষ্টা করে।

এমন সময়, সুনন্দা-আকাশ দরজা খুলে মোহনাকে বাঁচানোর চেষ্টা করে। এই সময়ে কথায় কথায় সুনন্দা বলে, মোহনা প্রেগন্যান্ট। কিন্তু, আকাশ সেই কথাকে অত গুরুত্ব না দিয়ে আকাশ বোনকে নিয়ে যায় হসপিটালে। এদিকে, মোহনাকে বারবার ফোন করছে আদি, কিন্তু ফোন ধরছে না।

অন্যদিকে আদিকে অনুসরণ করে বাড়ি থেকে মাঝরাতেই বেরিয়ে যায় শুভ। শুভও আদিকে ফোন করছে কিন্তু সে ফোন ধরছে না। এরপর, আকাশ বোনকে হসপিটালে নিয়ে যাওয়ার পরেই তার মায়ের থেকে সমস্ত ঘটনা জানতে পারে। মোহনার বাচ্চার বাবা আদি, আকাশ এই কথা জানতে পেরে সামনে থাকা আদিকে বেধড়ক মারতে থাকে

আরও পড়ুনঃ “আমাদের সবটা জানেন না, তিনটে ফ্ল্যাট আছে আমাদের”— ‘কেশবকে ভ্লগে দেখিয়ে রোজগার আর বড় বড় ডায়লগ?’ কটাক্ষ নেটিজেনদের, পাল্টা জবাবে নেটিজেনদের একহাত নিলেন মধুবনী!

এদিকে আবার প্রায় সারারাত ধরে রাতে ঘুরে শুভ খোঁজে যাচ্ছে তার আদিকে। রাত কেটে সকাল হয়ে যায়, বাড়ির সকলেই ভীষণ চিন্তা করতে থাকে আদি এবং শুভকে নিয়ে। এই সময়, ডোনা সেবন্তীকে আদির সমস্ত সত্যি কথা বলতে যাবে আর তখনই বাড়িতে এসে হাজির হয় শুভ। শুভ এসে বলে যে সারারাতআদিকে ফোন করছে কিন্তু ফোন ধরছেনা। এরপর, শুভ কেঁদে বলতে থাকে তাঁর কাছে যেনো আদিকে এনে দেওয়া হয়। অবশেষে আদি আকাশের হাতে মার খেয়ে বাড়ি ফিরল।

You cannot copy content of this page