রায় বাড়িতে শুভর জায়গা নিতে গিয়ে বেজায় ফেঁসে গেছে মোহনা। স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে, মোহনা নিজে থেকেই রায় বাড়ির সবাইকে বলেছে যে সব রান্না সে করবে। কিন্তু, এদিকে কোনোদিনই সে রান্না করেনি।
এমন সময়, সেবন্তী তাঁর শাশুড়ির সঙ্গে শুভকে নিয়ে আলোচনা করছে। সেবন্তীর মতে, শুভ বাড়ি ছেড়ে চলে গিয়ে একদমই ঠিক কাজ করেনি। সেবন্তী আরও বলে, তাঁর বাড়ি থেকে লক্ষী চলে গেছে। এমন সময়, ঠাম্মি ভাবে শুভ এই পরিবারকে তাঁকেই ঠিক করতে হবে।

অন্যদিকে, দেখা যায় পুরো বাড়ির রান্না করতে গিয়ে বেহাল মোহনাকে নিজে থেকেই সাহায্য করতে এগিয়ে আসে লাকি অর্থাৎ শুভ। এমন সময়, শুভ তাঁকে নানা ধরণের প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে। লাকি তাঁকে প্র্যাগনেন্সি নিয়ে প্রশ্ন করতে থাকে। ঠিক এমন সময়ে সেবন্তী এসে বলে তাঁকে আর রান্না করতে হবে না।
এই শুনে মহানন্দে রান্নার সব কাজ ছেড়ে দেয় মোহনা আর খুশি খুশি ঘরে চলে যায়। এদিকে, রান্না সামলাতে থাকে শুভ। এমন সময়, ইচ্ছা করে ঠাম্মি কেশবকে নিয়ে আসে মোহনার ঘরে আর বলে কেশবকে সামলাতে। কিন্তু, এই কাজটাতেও মোহনা ঠিক করে পালন করতে পারে না।
এমন সময়ে, ঠাম্মি মোহনাকে বলে শুভর জায়গা নিতে গেলে তাঁর মতন কাজ করতে হবে। এরপর, মোহনা লাকিকে দেখে কেশবকে তাঁর কোলে দিয়ে দেয়। এমন সময়, সেবন্তী ভাবে আজ লাকিকে কেশবের জন্য রাতে থেকে যেতে বলবে। সে কথা মতো লাকি থেকেও যায়।
আরও পড়ুনঃ “অবাক হয়ে যাই মানুষ এখনো দুর্গা, টাপুর বলে ডাকে! আমার অভিনীত চরিত্রগুলো দর্শকদের মনে থেকে গেছে” সর্বসমক্ষে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার সন্দীপ্তার! কবে ফিরছেন ছোট পর্দায় আবার?
এদিকে, মোহনা মনে মনে ভাবতে থাকে একবার আয়ান তাঁর কব্জায় এসে গেলে এই বাড়ির সকলকে নিজের ক্ষমতা দেখিয়ে দেবে। এদিকে, আদি বারেবারে শুভকে ফোন করতে থাকে। কিন্তু, সে তাঁর ফোন ধরে না। এমন সময়, আদি ঘরে গিয়ে দেখে ঘর খুব সুন্দর করে সাজানো রয়েছে। কিন্তু, কে করেছে? দেখে শুভ এসে সব সাজিয়ে রেখেছে। এই দেখে খুশি হয়ে আদি পিছন থেকে শুভকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ বাদে বুঝতে পারে এটা শুভ নয়। পরে দেখে এটা মোহনা।






‘লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় সংসার চলে, আবার দাদাদের বাইকও চলে…স্ত্রীরা স্বাবলম্বী হচ্ছে আর স্বামীরাও তেল ভরার টাকা পাচ্ছে!’ সায়নীর মন্তব্য ঘিরে বিতর্ক, ভিডিও ভাইরাল হতেই তীব্র প্রতিক্রিয়া নেটপাড়ায়!