“অবাক হয়ে যাই মানুষ এখনো দুর্গা, টাপুর বলে ডাকে! আমার অভিনীত চরিত্রগুলো দর্শকদের মনে থেকে গেছে” সর্বসমক্ষে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার সন্দীপ্তার! কবে ফিরছেন ছোট পর্দায় আবার?

কাজ, যা এই পৃথিবীতে চিরন্তন হয়ে রয়ে যায়। মানুষ মারা যায় কিন্তু তাঁর কর্মকাহিনী রয়ে যায় সকলের মাঝে। আর সেই মানুষ যদি বিনোদন জগতের কোন বিশিষ্ট ব্যক্তি হয় তাহলে তো আর কথাই নেই, তাঁর অনুরাগী হোক কিংবা দর্শকেরা এমনিতেই মনে রাখে চিরকাল।

আর, আজকালকার দিনে বিনোদন জগতের নতুন মুখেদের ভিড়ে এমন খুব কম অভিনেতা-অভিনেত্রীরাই রয়েছেন যাদের বিশেষ কোনো কাজের জন্য আজও মনে রেখেছেন দর্শকরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়কে কেন্দ্র করেই দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টলি অভিনেত্রী সন্দীপ্তা সেন।

অভিনেত্রী বলেন, “অবাক হয়ে যাই মানুষ এখনো দুর্গা বলে ডাকে, কেউ টাপুর বলে ডাকে।” অর্থাৎ একসময় সন্দীপ্তা অভিনয় জীবন শুরু করে টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে। আর, সেই সময়ের চরিত্রগুলো আজও বাঙালির দর্শকদের মনে উজ্জ্বল হয়ে রয়েছে, তাই তারই প্রতিফলন দেখতে পায় অভিনেত্রী।

সন্দীপ্তা আরো জানায়, সে নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করে কারণ একসময় এই ধরনের চরিত্রে অভিনয় করেছেন আজও মানুষ ঠিক একইভাবে তাঁকে সেই নাম ধরে ডাকে। এমনকি, সিরিয়ালের পরে ওয়েব সিরিজ আর বর্তমানে কয়েকটি সিনেমাতেও তাকে দেখা যাচ্ছে বলে দর্শকরা সেই ভাবে তাকে কোনদিনই মিস করেননি।

আরও পড়ুনঃ বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই স্টার জলসায় নায়িকার ভূমিকায় ফিরছেন শ্রীপর্ণা রায়! দেড় বছর পর, কোন ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে? কবে থেকে শুরু সম্প্রচার?

প্রসঙ্গত স্টার জলসার টাপুর টুপুর দুর্গা নামের জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করতে দেখা গেছে সন্দীপ্তাকে। অবশেষে অভিনেত্রী দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন আজকে দর্শকরা তাকে মনে রেখেছেন বলে অসংখ্য ধন্যবাদ।

You cannot copy content of this page