‘গোমাংস’ রান্না করে ছবি দিলেন শোলাঙ্কি! ‘হিন্দু ধর্মকে অপমান’! রে রে করে তেড়ে এল নেটিজেন
টলিউডের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সোলাঙ্কি রায় (Solanki Roy)। ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করে চলেছেন তিনি। তাঁর শেষ ধারাবাহিক হল স্টার জলসার (Star Jalsha) ‘গাঁটছড়া’ (Gaatchora)। সোলাঙ্কি থাকা কালীন ধারাবাহিকটি দর্শকদের খুবই প্রিয়। ধারাবাহিকের নায়ক খড়ি (Khori) ওরফে সোলাঙ্কি রায়ের বিদায়ের পর ধারাবাহিকের টিআরপি অনেক তলানিতে চলে যায়।
দর্শকদের খুব পছন্দের একজন অভিনেত্রী হলেন সোলাঙ্কি রায়। তাঁর অভিনয় মন ছুঁয়ে নেয় সকলের। ‘ইচ্ছে নদী’ ধারাবাহিকের মধ্য দিয়েও তিনি বিশাল ভালোবাসা পেয়েছিলেন। বিভিন্ন ওয়েব সিরিজে তাঁকে এখন আমরা দেখতে পাই। ছোটপর্দা দিয়ে তাঁর ইন্ডাস্ট্রিতে আসা। কিন্তু অল্পদিনের মধ্যেই ছোটপর্দার বাঁধন ভেঙে বড় পর্দায় পাড়ি দেন তিনি।
সম্প্রতি তাঁর অভিনয় আরও মানুষ পছন্দ করছেন। একজন সেলিব্রেটির ভক্তের পাশাপাশি হেটার্সদের সংখ্যাও থাকবে। আর তারা সোলাঙ্কির খুঁত দেখতে প্রতিনিয়ত ব্যস্ত। তবে সেসকল মন্তব্য দূরে সরিয়ে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী। সম্প্রতি তাঁর একটি পোস্টকে ঘিরে নানান মন্তব্য করতে শুরু করেছেন নেটিজেনরা।
ইনস্টাগ্রামে একটি খাবারের ছবি দিয়ে ট্রোলের মুখে পড়লেন সোলাঙ্কি। প্লেটে ছিল ভাত ও বিফ কষা -যা দেখে খেপে গেলেন কিছু হিন্দু নেটাগরিকরা। তাদের কথায়, হিন্দু হয়ে এসব খাবার খাওয়া ও ছবি দেওয়া খুব খারাপ কাজ। তিনি অধর্মের কাজ করেছেন। আজকের যুগে দাঁড়িয়ে যেখানে হিন্দু-মুসলিম সকলে একসঙ্গে আগে এগোচ্ছি। সেখানেও ধর্মের এই বিভেদ সত্যি ভাবনার বিষয়।
সোলাঙ্কির পোস্টটি গিরে ধর্মীয় ট্রোল শুরু। যদিও অনেকেই এটি সাধারণভাবেই নিয়েছেন। কিছুজনের বক্তব্য, খাবার জিনিসে কোনো ধর্ম ভেদ হয় না। যারা যে খাবার খেতে পারবে, সেটা তার ইচ্ছা হলে খেতেই পারে। তাতে অধর্মের কিছুই নেই। তবে কিছু হিন্দু নেটিজনের কাছে এটা পুরোপুরি বিধর্মের কাজ বলে মনে হয়েছে। হিন্দু হয়ে নিজের ধর্মকে অপমান করা বলে ধারণা তাদের। তবে এই ছবি তিনি পোস্ট করেন ২০১৭ সালের আগস্ট মাসে। সেটা নিয়ে আবার হচ্ছে আলোচনা।