টেলিভিশনপ্রেমীদের মধ্যে টিআরপি (TRP) তালিকা ঘিরে কৌতূহলের যেন শেষ নেই। প্রতি সপ্তাহে কোন ধারাবাহিক কোথায় উঠে এল, কে পিছিয়ে পড়ল— তা নিয়ে চর্চা তুঙ্গে। প্রতি সপ্তাহে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেন, তাদের প্রিয় ধারাবাহিকের স্থান কোন পর্যায়ে রয়েছে তা জানার জন্য। সামাজিক মাধ্যমে এ নিয়ে চর্চা লেগেই থাকে। গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় বড়সড় পরিবর্তন দেখা গেছে, আর এই সপ্তাহেও তার ব্যতিক্রম হয়নি।
৪ এপ্রিল শুক্রবার প্রকাশিত সর্বশেষ টিআরপি তালিকায় দেখা গেল এক নতুন মোড়! স্টার জলসার ‘পরশুরাম’ (Parashuram – Ajker Nayok) এবার ৬.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে, আর তাতেই জমে উঠেছে লড়াই। ধারাবাহিকটি তার গল্পের টানটান মোচড় আর চরিত্রের জোরালো অভিনয়ের জোরে দর্শকদের মন জয় করে চলেছে। এই গতিতে চললে শীর্ষস্থানেও উঠে আসা যেন শুধু সময়ের অপেক্ষা!
তবে জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta)-র দাপট এখনও অক্ষুণ্ণ। ৭.০ পয়েন্ট নিয়ে ফের টিআরপি তালিকার দ্বাদশ সপ্তাহেও শীর্ষে অবস্থান করছে এই ধারাবাহিক। ব্যাক টু ব্যাক এমন সাফল্য নজর কাড়ছে সকলেরই। দ্বিতীয় স্থানে রয়েছে দুটি ধারাবাহিক— ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) ও ‘ফুলকি’ (Phulki), দুটোই ৬.৮ পয়েন্ট নিয়ে শক্ত অবস্থানে দাঁড়িয়ে। এদিকে, ‘রাঙামতি’ (Rangamoti) কিছুটা পিছিয়ে চতুর্থ স্থানে নেমে এসেছে ৬.৩ পয়েন্ট নিয়ে।
তবে তার জনপ্রিয়তা এখনও বেশ দৃঢ়। পঞ্চম স্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ (Chiridini Tumi Je Amar), যা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ৬.০ পয়েন্ট অর্জন করে ট্রেন্ডিং তালিকায় জায়গা করে নিয়েছে। ট্রেন্ডিং তালিকায় নজর দিলে দেখা যাচ্ছে, ‘গৃহপ্রবেশ’ (Grihoprobesh) ৫.৯ পয়েন্ট নিয়ে ভালো পারফর্ম করছে। ‘কোন গোপনে’ (Kon Gopone) ৫.৪ পয়েন্ট নিয়ে আলোচনায়।
যদিও আর একটু গতি দরকার উপরের দিকে ওঠার জন্য। অন্যদিকে, ‘আনন্দী’ (Anondi) এবং ‘দুই শালিক’ (Dui Shalik) যথাক্রমে ২.৫ ও ২.৪ পয়েন্ট নিয়ে এখনও অনেকটাই পিছিয়ে। এই সপ্তাহের টিআরপি তালিকা থেকে স্পষ্ট, গল্পের গতি, চরিত্রের গভীরতা আর চমকপ্রদ টুইস্টই ধারাবাহিকের সাফল্যের মূল মন্ত্র।
আরও পড়ুনঃ চাঁদনি অত্যন্ত মিথ্যেবাদী! প্রকাশ্যে চাঁদনির বিরুদ্ধে অভিযোগ রচনার! কেন অভিনেত্রীর বিরুদ্ধে রুষ্ঠ হলেন তিনি?
পরশুরাম এবার যেভাবে উঠে এসেছে, তা দেখে বলা যায়, সামনের সপ্তাহে হয়তো আরও বড় চমক অপেক্ষা করছে! এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা—
BT •• পরিণীতা 7.0
2nd •• জগদ্ধাত্রী, ফুলকি 6.8
3rd •• পরশুরাম 6.5
4th •• রাঙামতি 6.3
5th •• চিরদিনই তুমি যে আমার 6.0
“তথাগত আলোকবর্ষাকে ভালোবাসে, তাই আমিও তাকে ভীষণ ভালোবাসি!”— দেবলীনার বক্তব্য ঘিরে ট্রোলের ঝড়! সমাজ মাধ্যমে প্রক্তনের প্রেমিকাকে আপন করে, ‘মহান’ সাজতে গিয়েই পড়লেন জনরোষে! “মানসিক অবস্থা ঠিক নেই, ডাক্তার দেখান!”— নেটিজেনদের কটাক্ষ!