বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে প্রতিযোগিতা নতুন কিছু না। আগস্টের তৃতীয় সপ্তাহে প্রকাশিত টিআরপি তালিকা (TRP List) বৃহস্পতিবার, ২১ আগস্টে সামনে আসতেই দেখা গেল ছবিটা পুরোপুরি বদলে গিয়েছে। দীর্ঘ সময় ধরে ধারাবাহিক লড়াই চালিয়ে আসা অনেকেই নিজেদের অবস্থান ধরে রাখতে পারেনি। অন্যদিকে কয়েকটি ধারাবাহিক ঝড়ের গতিতে দর্শকদের মনে নতুন করে জায়গা করে নিয়েছে। ফলে এই সপ্তাহে তালিকায় দেখা গেল একেবারে নতুন সমীকরণ।
সবচেয়ে বড় চমক ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parashuram: Ajker Nayok), ৭.১ পয়েন্ট নিয়ে সবার উপরে উঠে এসেছে এই ধারাবাহিক। ন্যায়ের পথে সাধারণ মানুষের লড়াই, দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান, আর বাস্তবের কাহিনি ফুটিয়ে তোলার কৌশলই দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে দিয়েছে। বিগত সপ্তাহগুলিতে উপরের সারিতে থাকলেও এ সপ্তাহে আবার প্রথমে উঠে এসে যেন প্রমাণ করল— বাস্তব গল্পই দর্শকের পছন্দের কেন্দ্রে।
দ্বিতীয় স্থানে রয়েছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ (RajRajeshwari Rani Bhabani)। ঐতিহাসিক আবহ, নারীর দৃঢ় চরিত্র, আর নিখুঁত চিত্রনাট্যের জন্য ধারাবাহিকটি টিআরপির লড়াইয়ে সবসময়ই শক্তিশালী ছিল। ৬.৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান হারালেও, এবারও সেটি নিজেদের জায়গা ধরে রেখেছে। এর পরেই ৬.৬ পয়েন্ট পেয়ে একই স্থানে আছে ‘চিরসখা’ (Chiroshokha)। সম্পর্কের ওঠাপড়া আর ভালোবাসার জটিল আবহ, আর আবেগঘন গল্পের মিশেলে ধারাবাহিকটি নিয়মিত দর্শকের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে।
তৃতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) , ৬.৫ পয়েন্ট নিয়ে। অপরাধ ও রহস্যের গল্প, আর সঙ্গে চৌকস নারী চরিত্রের দৃঢ় অবস্থান, এটিকে সবসময়ই ভিন্ন মাত্রা দিয়েছে। এ সপ্তাহে এক ধাপ এগিয়ে প্রমাণ করেছে, দর্শকদের আগ্রহ কমেনি। অন্যদিকে, ৬.৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ‘পরিণীতা’ (Parineeta)। টানা এগারো সপ্তাহ ধরে যে ধারাবাহিক শীর্ষে ছিল, এবার সেটিকে জায়গা ছাড়তে হয়েছে নতুন প্রতিযোগীদের কাছে। তবে এই ধারাবাহিকের কাহিনির প্রতি ভক্তদের টান কিন্তু এখনও স্পষ্ট।
আরও পড়ুনঃ কোমায় থাকা মায়ের পাশে দাঁড়ানো নায়িকা, নায়ক অর্কপ্রভ রায়ের সঙ্গে কলেজে টক্কর—সব মিলিয়ে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘কম্পাস’ ২৫শে আগস্ট থেকে শুরু হচ্ছে রহস্যময় গল্প নিয়ে!
পঞ্চম স্থানে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj) ৬.২ পয়েন্ট নিয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে। অন্যদিকে ট্রেন্ডিং তালিকায় নজর কেড়েছে আরও কিছু ধারাবাহিক। সেই সারিতে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ ৫.৯ পয়েন্ট নিয়ে। নতুন দর্শক টানার চেষ্টা করছে ‘কুসুম’, যার রেটিং ৪.০, এবং ‘লক্ষ্মী ঝাঁপি’, যা ৩.৫ পয়েন্টে স্থির। সবমিলিয়ে আগস্টের তৃতীয় সপ্তাহে আবারও প্রমাণিত হল, গল্পের গুণগত মান ও উপস্থাপনার কৌশলই ছোটপর্দার আসল রাজত্ব নির্ধারণ করে। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা— BT •• পরশুরাম 7.1, 2nd •• রাণী ভবানী , চিরসখা 6.6, 3rd •• জগদ্ধাত্রী 6.5, 4th •• পরিণীতা 6.4, 5th •• রাঙামতি 6.2 Trending– কুসুম 4.0, লক্ষ্মী ঝাঁপি 3.5, চিরদিনই তুমি যে আমার 5.9