জলসায় জমজমাট! আসছে নতুন ধারাবাহিক ‘তিলোত্তমা’

স্টার জলসা (Star Jalsha), বাংলা টেলিভিশনে বিশেষত ধারাবাহিক জগতের অন্যতম উল্লেখযোগ্য একটি চ্যানেল। বাংলায় এমন কয়েকটি চ্যানেল রয়েছে, যাদের মধ্যে সব সময় চলতে থাকে অনবরত অদৃশ্য এক যুদ্ধ। এই বছরের শুরুতে বাংলা ইন্ডাস্ট্রি দর্শকদের দিতে চলেছে উপহার স্বরূপ একগুচ্ছ সিরিয়াল (Serial)

সান বাংলা, জি বাংলার পাশাপাশি স্টার জলসাতেও আসতে চলেছে নতুন সিরিয়াল, নাম তিলোত্তমা। মাস দুয়েক আগেই জানতে পারা গেছিল ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউজের হাত ধরে আসতে চলেছে ‘তিলোত্তমা’। কিন্তু, বর্তমানে ঘটে গিয়েছে বিরাট পরিবর্তন। কথায় আছে, ‘নামে কী আসে যায়?’ যতই এটা প্রবাদ হয়ে থাকুক না কেন, কিছু সময় এটাই হয়ে দাঁড়ায় সবকিছুর আসল কারণ। তাই, এই সময়ে নতুন ধারাবাহিকের নাম প্রথম থেকে তিলোত্তমা থাকলেও পরবর্তীকালে আচমকাই নির্মাতারা সেই নাম বদলে ফেলল। তিলোত্তমার বদলে গিয়ে নাম হল ‘চিরসখা’।

এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখতে পাওয়া যাবে সুদীপ মুখোপাধ্যায় এবং অপরাজিতা ঘোষকে। লীনা গঙ্গোপাধ্যায়ের এই গল্প তৈরী হয়েছে মূলত অসম্ভব হয়েছে প্রেমের সম্পর্ককে ঘিরে। এই মুহূর্তে জানা যাচ্ছে, জোর কদমে শুরু হয়ে গিয়েছে সিরিয়ালের শুটিং। এমনকি, প্রথম প্রমোর শুটও শেষ হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ আরজিকর নিয়ে মুখ খোলায় শাস্তি পেলেন লগ্নজিতা, হারালেন কাজ! চুপ থাকায় পুরস্কৃত নচিকেতা

আগামী বছরের অর্থাৎ ২০২৫-এর জানুয়ারির প্রথম সপ্তাহতেই দেখতে পাওয়া যাবে সেই প্রোমো। আর সেই মাসের মাঝামাঝি সময় থেকে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হতে দেখতে পাওয়া যাবে এই সিরিয়াল। কিন্তু এখনও জানা যায়নি, কোন ধারাবাহিকের পরিবর্তে টেলিকাস্ট হবে এই নতুন গল্প। সমাজ মাধ্যমিক এই খবর তাহলে এত সত্যের কাছে পৌঁছে যাওয়া মাত্রই বেশ আগ্রহী হয়ে উঠেছেন নতুন জুটি দেখার জন্য।

You cannot copy content of this page