আসছে নতুন সিরিয়াল, নতুন চমক! এবার জুটি বাঁধছেন সৈয়দ-খেয়ালী, নতুন জুটিকে পর্দায় দেখার জন্য উৎসাহী আপনারা?

আজকের দিনে সিরিয়াল (Serial) কিংবা কোনো রিয়্যালিটি শো টিভির দর্শকের জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। রিয়্যালিটি শো কয়েক মাসের মধ্যে শেষ হয়ে গেলেও এমন কোনো কোনো সিরিয়াল থাকে যা কিনা দর্শকদের সঙ্গ দেয় বছরের পর বছর। একটা সময় পর ধারাবাহিক মানুষের অভ্যাসে পরিণত হয়। ইতিমধ্যেই গত বছরের শেষের দিক থেকে শুনতে পাওয়া যাচ্ছিল এই বছর অর্থাৎ ২০২৫ সালে বাংলার বিনোদন জগত দর্শকদের উপহার দিতে চলেছে বেশ অনেকগুলি সিরিয়াল।

তার মধ্যে বেশ কয়েকটি সিরিয়ালের প্রমো দেখা গেছে এমনকি কিছু সিরিয়াল আগামী কয়েকদিনের মধ্যে শুরু হতে চলেছে। কোনো কিছুর শুরু মানে কোন গল্পের অধ্যায় শেষ হওয়া অনিবার্য আবার এই ঘটনাটির উল্টোটাও যথেষ্টই আবশ্যক। বর্তমানে অনেকেই জানেন, স্টার জলসা কিংবা জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক। সান বাংলাতেও আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক।

এই সবকিছুর মাঝেই টলিউড পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, আবারও একটি নতুন সিরিয়াল আসতে চলেছে বাংলার ছোট পর্দায়। সম্ভবত, এই ধারাবাহিক সম্প্রচার হবে সান বাংলায়। শোনা যাচ্ছে, আসন্ন এই সিরিয়ালে জুটি বাঁধতে সৈয়দ আরফিন এবং খেয়ালী মন্ডল। টেলি নায়ক সৈয়দকে শেষবারের মতো দেখা গেছিল জি বাংলা ‘যোগমায়া’ ধারাবাহিককে। আবার, অন্যদিকে নায়িকা খেয়ালীকে শেষবারের মতো দেখা যায় জি বাংলার মিলি ধারাবাহিকে।

আরও পড়ুনঃ ইন্ডাস্ট্রিতে বছরের পর বছর কাজ করেও মেলে না যোগ্য সম্মান! কর্মহীন হয়ে অকপট স্নেহা

এই ধারাবাহিকের জন্য নায়ক-নায়িকা নির্বাচিত হয়ে গেলেও এখনও ধারাবাহিকের নাম ঠিক করা হয়নি। তবে সূত্র মারফত জানা গেছে নায়ক অর্থাৎ সৈয়দের চরিত্রের নাম ময়ূখ এবং নায়িকা অর্থাৎ খেয়ালীর চরিত্রের নাম পুতুল ঠিক করা হয়েছে। অনেকের মতে, এই দুই অভিনেতা অভিনেত্রী এর আগে কোনোদিন জুটি বাঁধেনি। কবে থেকে এই সিরিয়ালের শুটিং শুরু হবে তাও এখনো পর্যন্ত জানা যায়নি।

You cannot copy content of this page