নব্বইয়ের দশকে বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেত্রী ‘তনিমা সেন’ (Tanima Sen) । প্রতিটি চরিত্রই সাবলীল অভিনয় এবং সংলাপ বলার ধরণ দিয়ে আপামর বাঙালি দর্শকের মন জয় করেছেন তিনি। একটা সময় তাকে নিয়মিত টিভির (Television) পর্দায় দেখা গেলেও বর্তমানে তাকে আর দেখা যাচ্ছে না। এমন জনপ্রিয়তা থাকার পরেও কেন দূরে রয়েছেন তিনি? বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন এই মুহূর্তে তাকে আর টেলিভিশনে প্রয়োজন হয় না, তাই ডাকও পড়ে না।
এবার তিনি বললেন আচমকাই তাকে নাকি জনপ্রিয় ধারাবাহিক থেকে বাদ দেওয়া হয়েছে এর পেছনের কারণ কি তিনি নিজেও জানেন না। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘উড়ান’ আর ‘তেতুঁল পাতা’ থেকে হটাৎ বাদ দেওয়া হয় তাকে। অভিনেত্রী প্রচন্ডভাবে ভেঙে পড়েন এবং জানান, “হয়তো আমি স্পষ্ট কথা বলি বলেই এমন পরিণতি হয়েছে। কিন্তু দর্শক যে আমাকে ভালোবাসে আর সব সময় আমার কাজ দেখতে চায়, সেটাই আমার কাছে বড় ব্যাপার।”
এদিন অভিনেত্রী আরো বলেন, “বিগত প্রায় আট মাস ধরে হাতে কোনও কাজ নেই আমার, এর পেছনে কারণ সত্যিই আমার জানা নেই।” বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। অভিনেত্রী আরো জানিয়েছেন কাজ না থাকায় কিছুটা অর্থনৈতিক ক্ষতি হলেও, মেয়ে এবং নাতির সাহায্যে কোনরকমে খেয়ে দিন চলে যাচ্ছে তার। তিনি বলেন নাতি তাকে ভীষণ আগলে রাখেন এবং কাজ না করলেও ভবিষ্যতেও যে খুব সমস্যা হবে তেমনটা নয়।
অভিনেত্রী এদিন জানিয়েছেন বয়সজনিত কারণে কিছু শারীরিক সমস্যা এমনিতেই থাকে, তার উপরে হঠাৎ করে কাজ থেকে দূরে সরে যাওয়ায় মানসিক যন্ত্রণা বেড়েছে। সমস্ত রকম চাপ কমাতে ডাক্তার রাস্তায় হাঁটাচলা করতে বলেছেন। কিন্তু অভিনেত্রী জানান তার প্রায় মাঝে মধ্যেই ব্যথা হয়, কাজের মধ্যে থাকলে সেসব ভুলে থাকেন তাই এমনিতেই হাঁটাচলা হয়ে থাকে। নতুন করে পর্দায় ফেরার আশা নিয়ে তিনি আজও বসে আছেন।
আরও পড়ুনঃ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এক মাসের গোল্লা!— দুশ্চিন্তায় মুষড়ে পড়েছেন মানসী! কি হয়েছে একরত্তির?
এত কিছুর পরেও মনে বিশ্বাস আর ভরসা নিয়ে অভিনেত্রী বলেন, এখন কেউ তাকে কাজে নিচ্ছে না এ কথা যেমন ঠিক তেমন একদিন সব জায়গা থেকেই ডাক আসবে। প্রসঙ্গত অভিনেত্রী আরো জানান এখন কিছু ডাক পাচ্ছেন মুম্বাই থেকে। কিন্তু শারীরিক ও মানসিক পরিস্থিতি একেবারেই ঠিক নেই, সেই জন্য বাড়ি থেকে এতটা দূরে গিয়ে কাজ করতে চান না তিনি। সারা জীবন বাংলাতেই কাজ করেছেন আর ভবিষ্যতেও বাংলাতেই করতে চান।
“আগের বছরের মতো গরম নেই, পরের বছর নির্বাচনের সময় দেখবেন কেমন গরমটা পড়ে!” ‘গরম নিয়ে মাথা খারাপ, রাস্তায় নেমে আর কবে জনস্বার্থে কাজ করবেন?’ রচনার মন্তব্যে কটাক্ষ নেট পাড়ার