সদ্য আবার মাতৃত্বের স্বাদ পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ‘মানসী সেনগুপ্ত’ (Manosi Sengupta)। আগে তাঁর রয়েছে একটি কন্যা সন্তান, দীর্ঘদিনের পরিকল্পনা ছিল অভিনেত্রীর আরেকটি সন্তানের কিন্তু কাজের চাপে সেটা হয়ে উঠছিল না। অবশেষে ১৯ মার্চ একটি ফুটফুটে পুত্র সন্তানের (Baby Boy) জন্ম দেন তিনি। নাম রেখেছেন ‘অধ্যায় সেনগুপ্ত’ (Adhaya Sengupta)। অভিনেত্রী কেন স্বামীর পদবী সন্তানকে দেননি সেই নিয়ে নানান সমালোচনাও হয়।
অভিনেত্রী তখন স্পষ্ট জানিয়ে দেন যে “পেয়ে পেয়েছে বাবার নাম আর আমি চাই ছেলে পাক মায়ের নাম।” আবার মা হয়েও কাজ থেকে বিরতি নেননি মানসী। বরং সন্তানের জন্মের কয়েকদিন পরেই তাঁকে দেখা যায় বিভিন্ন ব্র্যান্ডের কোলাবরেশন এবং ফটোশুটে। এমনকি সি-সেকশনের মাত্র চারদিন পর নিজেই গাড়ি চালিয়ে সন্তানকে নিয়ে বাড়ি ফেরেন তিনি। তখন জানিয়েছিলেন গাড়ি চালালে তাঁর মানসিক চাপ কমতে সাহায্য হয়।
তখন তিনি আরও জানান, ছেলেকে স্তন্যপানের অভ্যাস করবেন না, তাই চিকিৎসকের পরামর্শ মেনেই দুধ নিষ্কাশন করে খাওয়ান তিনি। আরও বলেছিলেন কাজই তাঁর মানসিক শান্তির জায়গা, তাই যত তাড়াতাড়ি সম্ভব কাজে ফিরতে চান। কিন্তু একমাসের শিশুটির হঠাৎ এমন শারীরিক অবস্থায় দাঁড়িয়েছে যে মানসী এখন সম্পূর্ণভাবেই কাজ থেকে সরে সন্তানকে ঘিরেই সময় কাটাচ্ছেন। এক মাসের বাচ্চাটি এখন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।
শ্বাসকষ্ট, সর্দি, কাশি সব মিলিয়ে শিশুর অবস্থা এমন পর্যায়ে পৌঁছয় যে আর ঘরোয়া চিকিৎসায় কিছু হচ্ছে না। চিকিৎসকের পরামর্শে অবশেষে ছেলেকে হাসপাতালে ভর্তি করাতে হয় বলে জানান অভিনেত্রী। আপাতত নেবুলাইজার চলেছে, যদিও সন্তানের সর্দি-কাশি এখনও কমেনি, তাই ছেলের পাশেই রয়েছে সর্বক্ষণ মানসী।
আরও পড়ুনঃ শ্রমিক দিবসের টলিপাড়ায় একজোট হলেন পরিচালকেরা! ফেডারেশনকে সুদেষ্ণা, পরমব্রত আর অনির্বাণ বললেন ‘অশুভ শক্তি’! দিলেন আজীবন অসহযোগিতার হুমকি!
যদিও চিকিৎসা চলছে পুরোদমে, তবু কবে ছেলেকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে, সে বিষয়ে এখনও নিশ্চিত নন মানসী। সন্তানকে ছাড়া এই মুহূর্তে তাঁর জীবনে অন্য কিছু দামি নেই। মানসীর মতো একজন নারীর মা হিসেবে এই লড়াই আজ অনেক মায়ের প্রতিচ্ছবি। তাঁর সন্তান দ্রুত সুস্থ হয়ে উঠুক, এই কামনাই এখন আমাদের।