নন্দিনীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পরেই প্রকাশ্যে অভিনেতা আরিয়ানের বিয়ের ছবি! অভিষেকের মতোই চুপিসারে বিয়ে সারলেন তিনি! কার গলায় দিলেন মালা?

টলিউডে এখন চুপিসারে বিয়ে (Marriage) করা এবং ভাঙা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরের শুরুতেই অভিনেতা ‘আরিয়ান ভৌমিক’ (Aryann Bhowmik) এর সম্পর্ক ছিন্ন হয় অভিনেত্রী ‘নন্দিনী দত্ত’ (Nandini Dutta) এর সাথে। জানা গেছে প্রায় ছয় বছরের সম্পর্কের ইতি টেনেছেন তাঁরা এই বছরেই। এরপর অবশ্য আরিয়ান বা নন্দিনীকে নতুন কারো সঙ্গে দেখা যায়নি। তবে হঠাৎই সমাজ মাধ্যমে আরিয়ানের একটি ছবি ঘিরে শুরু হয়েছে নানান জল্পনা।

প্রশ্নও তুলেছেন দর্শকেরা, তাহলে কি অভিষেক বোস এর মতন চুপিসারে বিয়ে সেরে ফেলেন আরিয়ান? এদিন পোস্টটিতে দেখা গেল, আরিয়ানের পড়নে ধুতি, গামছা, মাথায় টোপর আর হাতে যাঁতি— পুরোপুরি বাঙালি বরের বেসে ধরা দিলেন অভিনেতা। দর্শক মহলে নানান প্রশ্ন উঠতেই জানিয়ে দিলেন আসল সত্যি কথা। জানালেন এই হটাৎ বিয়ের কারণ কি, আর কেনই বা করতে হলো তাকে।

এদিন এক সংবাদ মাধ্যমকে আরিয়ান জানান, বর্তমানে বহুল চর্চিত ধারাবাহিক ‘ভিডিও বৌমা’ (Video Bouma) র শুটিং এর জন্য তাঁকে আবার বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে। মূলত ধারাবাহিকে এখন চলছে মাটি আর আকাশের বিয়ের ট্র্যাক, আর সেখানেই দেখানো হবে তাঁর সাথে নায়িকার বিয়ের বিশেষ পর্ব। অভিনেতা আরও জানান, এখন তিনি সিঙ্গেল তাই বিয়ে টিয়ে নিয়ে কোনও মাথা ব্যাথা নেই।

তিনি বলেন এখন তাঁর পুরো ফোকাস রয়েছে একদিকে যেমন ধারাবাহিকে আবার ‘কাকাবাবু’ ছবির শুটিংয়েও। অন্যদিকে এই ধারাবাহিক এর অভিনেত্রী রিখিয়া রায়চৌধুরী ও এদিন একটি পোস্ট করে লেখেন, “এখান থেকেই আমাদের চিরকালের শুরু।” প্রসঙ্গত কিছুদিন যাবৎ ধারাবাহিকটি বেশ ভালো ফল করছে টিআরপি তালিকায়। আর চলতি বছরের শুরুতেই এক দুর্ঘটনা

আরও পড়ুনঃ কমলিনী দ্বিতীয়বার বিয়ে করলে সমস্যা! নিজের ডিভোর্সি বোনের সঙ্গে নতুনের বিয়ে দিয়ে মুখিয়ে অনন্যা! ‘এই মহিলা বিরক্তিকর’ দ্বিচারিতা মনোভাবাপন্ন অনন্যাকে কটাক্ষ নেটিজেনদের

যেন আশীর্বাদ হয়ে নেমে এসেছে এই ধারাবাহিকের উপর। ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় হলেও জনসমক্ষে এনে দাঁড় করিয়ে দিয়েছে এই ধারাবাহিকের অস্তিত্ব। প্রাথমিক ভাবে এই ঘটনায় আরিয়ানের নাম জড়ালেও পড়ে জানা যায় তিনি নির্দোষ। ছোট পর্দার থেকে বেশ কিছুদিন দূরেই ছিলেন অভিনেতা, এবার দেখা যাক আগামী দিনে কিভাবে চমক দেন তিনি। আপনাদের আরিয়ানের অভিনয় কেমন লাগে?