একসাথে গরিমা-রোশনাইকে নাচিয়ে চলেছে আরণ্যক! আরণ্যকের দ্বিচারিতায় ফুঁসছে দর্শক! সবাই বলছেন বাংলা ধারাবাহিকের সবচেয়ে ‘টক্সিক হিরো’ এখন আরণ্যক!

স্টার জলসার ধারাবাহিক ‘রোশনাই’ (Roshnai) তে বর্তমানে গল্পের এমন মোড় এসেছে, যেখানে জানা গিয়েছে রোশনাই (Tiyasha Lepcha) আর গরিমা (Lekha Chatterjee) নাকি একই মায়ের পেটের বোন! এতদিন যে সুরঙ্গমা রোশনাইকে তাঁর বোনের অবৈধ সন্তানের আখ্যা দিয়ে এসেছে, সেই রোশনাই তারই মেয়ে! এই খবর জানাজানি হতেই যেমন লজ্জায় নাক কাটা যাচ্ছে গরিমার, তেমন আরও একজন আছেন যিনি কিন্তু বেশ আনন্দ পেয়েছেন এই ঘটনায়। কে বলুন তো? ঠিকই ধরেছেন, আরণ্যক (Sean Banerjee) !

এতোদিন রোশনাইকে খোলাখুলি প্রেমের ইস্তেহার করতে পারেনি, তর প্রধান কারণই হলো রোশনাইয়ের পিতৃপরিচয়, পাছে যদি সম্মানহানি হয়। এবার রোশনাই গরিমার বোন, এটা জানাজানি হতেই যেন হাতে চাঁদ পেয়েছে সে! রোশনাইকেই চাই তাঁর এবার, গরিমা বাঁধা দেওয়াতে আরণ্যক তাঁকে বলছে যে “বস্যতায় থাকবে না!” একটা সময় যে মেয়েটার জন্য সবকিছু করতে পারতো সে, যেই মেয়েটা এতো প্রতারণা সহ্য করেও তাঁকেই ভালোবেসে চলেছে, তার কি আজ এটাই প্রাপ্য?

দর্শকেরা বলছেন এই দুই মেয়েকে দোষ দিলে চলবে না, এদের নাচাচ্ছে আরণ্যকই! দর্শকেরা বুঝতে পারছে না আদেও আরণ্যক নায়ক নাকি খলনায়ক? একজন বলেছেন, “আরণ্যক—এই চরিত্রটা যেন বাস্তব দুনিয়ার সেই সোনার ছেলেটা, যার নিজস্ব কোনো মেরুদণ্ড নেই!” সত্যিই তো! একদিন গরিমার প্রেমিক, পরদিন রোশনাইয়ের স্বামী, তার পরদিন আবার গরিমার বাড়ির সামনে দাঁড়িয়ে কান্নাকাটি! আরও একজন লিখেছেন, “ভাই, তুমি কোথা থেকে সিরিয়াল হিরোর সার্টিফিকেট কিনে এনেছো?

কারণ যেটুকু আমরা দেখলাম, সেখানে তোমার কাজ একটাই—একটা মেয়েকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আরেকটার সঙ্গে রোম্যান্স চালিয়ে যাওয়া!” দর্শকেরা বলছে আরণ্যকের ট্র্যাক রেকর্ড যদি খতিয়ে দেখা হয়, তাহলে একে “টক্সিক হিরো” বললেও কম বলা হবে। সে ভালোবাসে ঠিক তখনই যখন কেউ তাকে প্রত্যাখ্যান করে না। গরিমা যখন তাকে সময় দিয়েছিল, তখন তার প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। এখন যখন গরিমা মানসিক নির্যাতনের অভিযোগ আনছে, তখন সে আবার ‘দুঃখী প্রাক্তন’ সেজে নাটক করছে!

আরও পড়ুনঃ “আমি শয্যা দৃশ্য করব না, নিজেকে ওইভাবে দেখতে পারব না আর নীলকেও দেখতে চাইব না”— অভিনয়ে সীমারেখা নিয়ে তৃণার স্পষ্ট বার্তা! দূরত্ব বাড়লেও ভরসা অটুট! অকপট নায়িকা

দর্শকেরাও আর সহ্য করতে পারছেন না। সমাজ মাধ্যমে আজও কেউ লিখছেন, “আরণ্যকের চরিত্রটা মানসিকভাবে বিপর্যস্ত, সিরিয়ালের রোল প্লে করতে করতে বাস্তব ভুলে গিয়েছে!” আবার কেউ বলছেন, “এই ছেলে তো প্রেমিক না, প্রেমের ধোঁকা দেওয়ার পিএইচডি হোল্ডার!” সব মিলিয়ে রোশনাই ধারাবাহিকে এখন একটাই খলচরিত্র—আরণ্যক! তার দ্বিচারিতা আর অ্যাটিটিউড দর্শকদের মনে ক্রমাগত বিরক্তি সৃষ্টি করছে। একদিকে রোশনাইয়ের প্রতি দয়া, অন্যদিকে গরিমার প্রতি অবহেলা— আরণ্যককে যেন আর মানতে পারছেন না কেউই!