স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ'(Grihoprobesh) দর্শকদের মন জয় করে চলেছে প্রতিদিন। আদৃত ও শুভলক্ষ্মীর প্রেম, পারিবারিক টানাপোড়েন, এবং কেশবকে ঘিরে আবেগময় মুহূর্তের মধ্যেই ধারাবাহিকের গল্প এগিয়ে চলেছে। সম্প্রতি কেশবের জন্মদিনে এক নয়া মোড় এসেছে গল্পে, যেখানে আকাশ সেনের সিদ্ধান্ত ঘিরে বাড়ির অন্দরে শুরু হয়েছে চরম উত্তেজনা। আজকের পর্বে দেখা যাবে, এই বিশেষ মুহূর্তের জেরে শুভ কী সিদ্ধান্ত নিতে চলেছে।
গত পর্বেই দেখা গিয়েছিল, আদৃত ও শুভর ছেলে কেশবের জন্মদিন পালন করতে পরিবারের সকলে একত্রিত হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন আকাশ সেনও। জন্মদিনের আনন্দের মধ্যেই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে আয়ান, আর তখনই মোহনা বলে ওঠে, সে আয়ানের সঙ্গে থাকবে। অন্যদিকে, আকাশ সেন জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। সে শুভলক্ষ্মীর কাছে তার বিয়ের প্রস্তাব রাখে। শুভ এই প্রস্তাব শুনেই প্রথমেই স্পষ্টভাবে জানিয়ে দেয়, সে এই সম্পর্কের জন্য প্রস্তুত নয়। তার জীবন এখনও আদৃতের স্মৃতিতে আবদ্ধ। শুভর এই সিদ্ধান্তকে ঘিরে বাড়ির অন্দরে শুরু হয় জোর আলোচনা।
শুভর না বলার পরেই পরিবারের বয়স্ক সদস্যরা এই বিষয়ে মত প্রকাশ করেন। দাদু-ঠাম্মি স্পষ্ট জানিয়ে দেন, আদৃত নেই ঠিকই, কিন্তু শুভর পুরো জীবন পড়ে রয়েছে সামনে। একা হাতে কেশবকে মানুষ করার পাশাপাশি সে গোটা পরিবার ও ব্যবসার দায়িত্ব সামলাচ্ছে। তাই তারও উচিত নতুন জীবন শুরু করা। কিন্তু শুভ কিছুতেই আদৃতকে ভুলতে পারছে না, অন্যদিকে আদৃতের মা কিছুতেই মেনে নিতে পারছে না যে শুভ অন্য বাড়িতে চলে যাবে। এই পরিস্থিতিতে বাড়ির মধ্যে তৈরি হয়েছে চরম টানাপোড়েন।
এই উত্তেজনার মধ্যেই দাদু বলে ওঠেন, “তোমরা কেউ শুভকে নিজের মেয়ে মনে করো না, শুধু এই বাড়ির বউ হিসেবে দেখো, তাই এই প্রস্তাব মেনে নিতে বলছো!” শুভর এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয় চরম বিতর্ক। পরবর্তী দৃশ্যে দেখা যাবে, শুভ আকাশ সেনের বাড়িতে যায়, আর সেখানেই সে স্পষ্ট জানিয়ে দেয়, এখনো তার মনে শুধু আদৃতই রয়েছে। তাই তার পক্ষে অন্য কোনো সম্পর্কে জড়ানো সম্ভব নয়।
আরও পড়ুনঃ কানে শোনেন না, তবুও ভুল হয়না নাচের তাল! ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর মঞ্চে ক্যাটরিনার ‘কালা চশমা’-তে নেচে তাক লাগালেন প্রতিযোগী পূজা হালদার!
এদিকে, আকাশ সেনের বাড়িতে শুভ পৌঁছনোর পরই দেখা যায় মোহনা ও আয়ানও সেই বাড়ির দিকেই আসছে। তাহলে কী এবার শুভ-আদৃত মুখোমুখি হতে চলেছে? এতদিন পর আদৃতের সামনে দাঁড়িয়ে শুভ কী প্রতিক্রিয়া দেবে? ‘গৃহপ্রবেশ’-এর এই নতুন মোড় ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। আগামী পর্বে মিলনের ইঙ্গিত নাকি আবারও দূরত্ব তৈরি হবে, সেটাই দেখার অপেক্ষায় সকলে!