জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠাই। আর এই ধারাবাহিকে কিছুদিন আগে এসেছে নতুন চরিত্র স্যান্ডির প্রেমিকা পিঙ্কি। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অনন্যা গুহ। কিন্তু এই পিঙ্কি আসলে কে?
ধারাবাহিকে পিঙ্কি হিন্দি ভাষায় কথা বলছে। আসলে পিঙ্কি হলো ওমির বোন। মানে এমনটাই মনে করছেন নেটিজেনরা। তাহলে কি ওমির কথাতেই পিঙ্কি এসেছে মনোহরা বাড়িতে?
রিকি যে সিদ্ধার্থ সেটা জানানোই কি আসল উদ্দেশ্য তার? নাকি সত্যিই পিঙ্কি ভালো মেয়ে? তার দাদা ওমির ব্যাপারে এদিকে সে কিছুই জানে না। নিষ্পাপ মন নিয়ে পিঙ্কি মিশছে স্যান্ডির সঙ্গে। কিন্তু যদি সত্যিই তাই হয় তাহলে এই পিঙ্কিকে তার দাদা ওমি ভুল বুঝিয়ে মিঠাইয়ের পরিবারের বিরুদ্ধে ব্যবহার করবে নাতো?
এতগুলো প্রশ্ন করার কারণ এতদিনে দর্শকরা বুঝে গেছে যে ওমি নিজের স্বার্থসিদ্ধির জন্য সবকিছু করতে পারে। কিন্তু এবার সময়ই বলবে যে পিঙ্কি পজিটিভ না নেগেটিভ চরিত্র। তবে মিঠাইতে কিন্তু এখন থেকে নানা ধরনের চমক ভরপুর থাকবে। তাই কোনও পর্ব মিস করলে আপনার লস। তাই চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।
“আমার হাত দেখে কি মনে হচ্ছে, আমি কি কাপড় কাচার জন্যই জন্মেছি? ডু ইউ থিঙ্ক সো!”— ঐন্দ্রিলার দাম্ভিক মন্তব্যে সমাজ মাধ্যমে তোলপাড়! ‘কেন, কাপড় কাচা কি খারাপ জিনিস? বরং না পারাটাই লজ্জার!’ ‘এত অহংকার ভালো না, হঠাৎ পরিস্থিতি বদলে গেলে কি হবে জানেন?’— নেটপাড়ার কটাক্ষ!