স্রোতের বিয়ের কথা শুনে বড় ধাক্কা খেল সার্থক স্যার, তবে কি অবহেলা-তাচ্ছিল্যের মধ্যেই বোনা চলছিল প্রেম?

তিন বোনের গল্পকে কেন্দ্র করে ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকে শুরুর দিকে রাই-নীলু ও স্রোতের মধ্যে দেখানো হয়েছিল গলায় গলায় ভাব। যদিও বর্তমানে সেই সমীকরণ বদলেছে। ঝড় বয়ে গেছে তিন বোনের উপর থেকে। ঝড়ের প্রভাব পড়েছে তিন বোনের সম্পর্কের উপর।

মিঠিঝোরা এপিসোড আপডেট ২০শে আগস্ট Mithijhora Episode Update 20th August

ধারাবাহিকের এদিনের পর্বে দেখা যায়, স্রোতের বিয়ের তোড়জোরে মেতে গোটা পরিবার। অনির্বাণ ও রাইয়ের সম্পর্ক বর্তমানে অনেকটা স্বাভাবিক। স্রোতের বিয়ে নিয়ে ব্যস্ত তারাও। ছোট্ট বোন নতুন জীবনে পা দিতে চলেছে তাই খুশির জোয়ার বাড়িতে। এদিকে, নীলুর সঙ্গে শৌর্য্যর সম্পর্ক টেকার সম্ভবনাও ক্ষীণ।

রাইয়ের সঙ্গে সম্পর্ক আছে, এমন কোনও মেয়ের সঙ্গে সম্পর্ক রাখবে না শৌর্য্য। তবে এই মুহূর্তে একমাত্র উদ্দেশ্য খোরপোষের টাকা আদায় করা। মোটা অঙ্কের টাকা সে শৌর্য্যর থেকে হাতাতে চায়। তাই উকিলবাবুর দ্বারস্থ হয়েছে সে। তার সঙ্গেই চলতে থাকে নানা শলা পরামর্শ। কীভাবে দাবি আদায় করবে এই নিয়ে চলছে জোর ষড়যন্ত্র।

এমতাবস্তায় শৌর্য্য দেখা করতে আসে নীলুর সঙ্গে। নীলুর অনেকদিন পর মানসিক শান্তি ফিরেছে। নীলুর জীবন আজ কোথাও গিয়ে স্থিতিশীল। শৌর্য্যকে সে বলে চাইলেই তারা কত ভাল থাকতে পারতো, তবে ভাল না থাকাকেই বেছে নিচ্ছে তারা। নীলুর পরিবারে কোনও দিন কারোর ডিভোর্স হয়নি। এই প্রথম আইনি ভাবে ঘর ভাঙছে নীলুর।

আরও পড়ুন: তেজকে বাঁচাতে রনংদেহী সুধা! ‘শুভ বিবাহ’-এর হাত ধরে ‘দেবী চৌধুরানী’-কে খুঁজে পাচ্ছেন দর্শক

এদিকে, সার্থকের কানে স্রোতের বিয়ের খবর গেছে। মনে মনে কষ্ট পায় সার্থক স্যার। মেয়েটিকে তো দুচোখে দেখতে পারতো না সে। যাই করতো তার মধ্যে একটি খুঁত খুঁজে বের করতো। তাচ্ছিল্য করতো। আজ আচমকা তার জন্য মন খারাপ কেন? সার্থকের মনে যে প্রশ্ন উঁকি দিলো তার উত্তর মিলবে ধারাবাহিকের আসন্ন পর্বে।

You cannot copy content of this page