বেনারসে পাপের বিনাশ! মৃত্যুকে হার মানিয়ে এক হল জগদ্ধাত্রী-স্বয়ম্ভু! নতুন প্রোমো এনে চমকে দিল জি বাংলা

টেলিভিশন পর্দার ধারাবাহিকগুলির মধ্যে এখন হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার পাল্লায় পড়ে বেশ কিছু মেগা সিরিয়াল তার শীর্ষ স্থান হারিয়েছে। তার মধ্যে রয়েছে জি বাংলার জগদ্ধাত্রী। মাঝে কিছুটা ঝিমিয়ে গিয়েছিল গল্প। স্বাভাবিকভাবেই কমেছিল টিআরপি। তবে এবার গল্পে এল নয়া চমক।

শোনা যাচ্ছিল, জগদ্ধাত্রী ধারাবাহিকের নায়িকার মৃত্যু হবে। বদলে নায়িকা হবে জগদ্ধাত্রীর মেয়ে দূর্গা। অঙ্কিতা মল্লিক ধারাবাহিক থেকে বিদায় নেবেন। বদলে নতুন নায়িকা রাজত্ব করবে। কিন্তু সব ধারণা পাল্টে দিয়ে নতুন প্রোমো এনে হাজির জি বাংলা। আর সেখানেই দেখানো হল জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু এক হচ্ছে। বেনারসে হচ্ছে পাপের বিনাশ।

ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে, বেনারসে একা স্বয়ম্ভু গঙ্গা স্নান করতে সিঁড়ি দিয়ে নামছে। সে বলছে, জগদ্ধাত্রীর তো সবসময় তার পাশে থাকার কথা ছিল। এখন সে কোথায়? ঠিক এমন সময় দেখা যায় দূরে উৎসব এবং মেহেন্দি প্ল্যান করে স্বয়ম্ভুকে মারতে চাইছে। আর তার জন্যই বন্দুক তাক করেছে। ঠিক এমন সময় মাঝগঙ্গা থেকে নৌকায় চড়ে হাজির জগদ্ধাত্রী।

আরও পড়ুন: ন্যাকামির অন্ত নেই! শহরের বাবু, নাতি বাবু, উড়ান বাবু, বাংলা সিরিয়ালে নায়ক মানেই ‘বাবু’! কোন যুগে পড়ে আছে ইন্ডাস্ট্রি? নাম শুনে অতিষ্ঠ দর্শক

জগদ্ধাত্রীর এক গুলিতে প্রাণ হারায় স্বয়ম্ভুকে যে মারতে চেয়েছিল। জগদ্ধাত্রী বলে, স্বয়ম্ভুর পাশে থাকতে সে মৃত্যুকেও হারিয়ে দিতে পারে। পাপের বিনাশ করে এক হয়ে যায় জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু। স্বাভাবিকভাবেই এই প্রোমো সাড়া ফেলেছে দর্শক মহলে। ধারাবাহিকের আগামী পর্বে দারুন চমক আসতে চলেছে তা এখন থেকেই বোঝা যায়।

https://fb.watch/wqBmM1k7vN/