ন্যাকামির অন্ত নেই! শহরের বাবু, নাতি বাবু, উড়ান বাবু, বাংলা সিরিয়ালে নায়ক মানেই ‘বাবু’! কোন যুগে পড়ে আছে ইন্ডাস্ট্রি? নাম শুনে অতিষ্ঠ দর্শক

টেলিভিশন পর্দার সিরিয়ালগুলি হয়ে ওঠে দর্শক দের নিত্যদিনের সন্ধ্যাবেলার সঙ্গী। ধারাবাহিকের কলাকুশলীরা হয়ে ওঠেন দর্শকদের ঘরের মানুষ। সত্যি বলতে টেলিভিশন প্রেমীদের কাছে সিরিয়াল হয়ে উঠেছে রোজকার অভ্যাসের মতো। তাই এই বাংলা সিরিয়াল ঘিরে যেমন প্রত্যাশা থাকে ঠিক তেমনভাবেই ভুল ত্রুটিগুলো বারবার তুলে ধরেন দর্শকেরা। বর্তমানে বাংলা ধারাবাহিকের ‘বাবু কালচার’ দেখে রীতিমতো বিরক্ত হয়ে উঠেছেন দর্শক।

নাম ধরে ডাকবে না! শুধুই ‘বাবু’! বিরক্ত দর্শক

আগেকার দিনে সমাজের নিয়ম ছিল স্বামীর নাম ধরে না ডাকার। সেই ধারাকেই যেন আপন করে নিয়েছে বাংলা সিরিয়াল। বর্তমান যুগে দাঁড়িয়ে টেলিভিশনের বাংলা সিরিয়ালগুলিতে দেখানো হচ্ছে, নায়িকারা নায়কের নাম ধরে ডাকবে না। বরং অদ্ভুত একটা শব্দের সঙ্গে যুক্ত হবে ‘বাবু’। তা সে ‘উচ্ছে বাবু’ হোক কি ‘নাতি বাবু’!

এমনিতেই এক ধারার গল্প দেখতে দেখতে আগ্রহ হারাচ্ছেন দর্শক। অনেকেই ছেড়ে দিয়েছেন বাংলা সিরিয়াল দেখা। দু-একটা সিরিয়াল প্রচলিত ছন্দ বদলে অন্যভাবে সম্প্রচারিত হলে সেই সকল সিরিয়ালগুলির টিআরপিও বাড়ছে লাফিয়ে। শাশুড়ি বৌমার ঝগড়া, নায়িকার ন্যাকা কান্না এবং পারিবারিক কুটকাচালি এখন আর কারোর ভালো লাগেনা। তাই সাংসারিক গল্পের বদলে দাপুটে সিরিয়ালগুলির টিআরপি বাড়ছে।

জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিক হোক কি স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিকের নায়ক কোথাও ‘উচ্ছে বাবু’ তো কোথাও ‌’উড়ান বাবু’! দর্শকরা বলছেন, বাংলা সিরিয়াল এখনো পিছিয়ে রয়েছে। ‌আধুনিক যুগের সঙ্গে পাল্লা দিতে হলে দেখাতে হবে বাস্তব মিশ্রিত জিনিস। কিন্তু তা আর হচ্ছে কই! আধুনিক জেনারেশন তাই এড়িয়ে চলছে বাংলা ধারাবাহিক।

আরও পড়ুন: এই না হলে মোক্ষম জবাব! জিনিয়ার অপমান ফিরে এল তাঁর কাছেই! এনগেজমেন্ট ভেঙে শুভর কাছে আদৃত

তবে এই নানান ধরনের নামের সঙ্গে বাবু যুক্ত করে পুরনো দিনের ধারাকে ধরে রাখার এ কোন প্রয়াস তা বুঝে উঠতে পারছেন না দর্শক। সকলে বলছেন অনেক তো হলো! এবার অন্তত সিরিয়ালগুলো বাস্তবে ফিরে আসুক। অতিরঞ্জিত গল্প এখন আর ভাল লাগেনা। আর এই ‘বাবু’ ডাক ছেড়ে নায়কের নাম ধরে ডাকা হোক। তাতে পৃথিবী অশুদ্ধ হয়ে যাবে না।