শুরু থেকেই জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora) দর্শকের মন জয় করে চলেছে। প্রতি সপ্তাহেই টিআরপির শীর্ষে থাকা এই ধারাবাহিকের মূল আকর্ষণ রাই ও অনির্বাণের সম্পর্ক। কিছুদিন আগেই দর্শকেরা প্রশ্ন তুলেছিল, রাই-অনির্বাণের মিল কবে হবে। আবার অনেকে রাইকে অনির্বাণের কাছে ফিরে যেতে মানা করেছিলেন। তবে গল্পে এখন দেখা যাচ্ছে সম্পূর্ণ নতুন বাঁক।
রাই-অনির্বাণের মাঝে কোয়েল কাঁটা!
রাই-অনির্বাণের সম্পর্ক সামান্য স্বাভাবিক হতে না হতেই তাদের জীবনে এসেছে নতুন বিপদ। তবে এবার সৌর্য নয়, অনির্বাণের প্রাক্তন স্ত্রী কোয়েল ফিরে এসেছে তাদের জীবনে। মেয়েকে সঙ্গে নিয়ে রাইয়ের কথায় অনির্বাণের সংসারেই থাকতে শুরু করেছে কোয়েল। যদিও প্রথম থেকেই অনির্বাণের এতে প্রবল আপত্তি ছিল। কিন্তু রাই তার ভালমানুষি দেখিয়ে কোয়েলকে বাড়িতে থাকার অনুমতি দিয়েছে।
রাইয়ের এই সরলতার সুযোগ নিয়ে তার সংসার ধ্বংস করার ষড়যন্ত্র শুরু করেছে কোয়েল। সে নানা ছলে অনির্বাণকে ফের নিজের আয়ত্তে আনতে চায়। নিজের মেয়েকে ঢাল হিসেবে ব্যবহার করে কোয়েল রাই-অনির্বাণের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। তবে রাই এখনও এসব ষড়যন্ত্র বুঝতে পারেনি। মাঝেমধ্যে সন্দেহের ভাব এলেও রাই বিষয়টি প্রকাশ্যে আনছে না।
আগামী পর্বে দেখা যাবে, স্রোত-সার্থকের বিয়ের অনুষ্ঠানের মাঝেই কোয়েল অনির্বাণকে বাড়ি আনানোর জন্য ছক কষে। বাথরুমে শ্যাম্পু ফেলে নিজেই পড়ে যাওয়ার ভান করে কোয়েল। খবর পেয়ে অনির্বাণ তৎক্ষণাৎ ছুটে আসে। কিন্তু বহুক্ষণ পরও বিয়ের মণ্ডপে ফেরেনি অনির্বাণ। এতে রাই ভীষণ চিন্তিত হয়ে পড়ে। ফোনে বারবার চেষ্টা করেও সে অনির্বাণের সাথে যোগাযোগ করতে পারে না।
আরও পড়ুন: হিন্দি ধারাবাহিকে ‘না!’ জলসার নতুন ধারাবাহিকে ফিরছেন জলসার শ্রেষ্ঠ নায়িকা?
এদিকে কোয়েল এবং অনির্বাণ একসঙ্গে বাড়িতে রয়েছে, এই চিন্তা গ্রাস করে রাইকে। তার মনে সন্দেহ দানা বাঁধতে থাকে। তবে কি আবার ভুল বোঝাবুঝি তৈরি হবে রাই-অনির্বাণের মধ্যে? কোয়েলের পরিকল্পনা কি সফল হবে? আগামী পর্বে এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে। দর্শকদের আগ্রহ তুঙ্গে রয়েছে ধারাবাহিকের পরবর্তী টুইস্ট জানতে।