‘সিনেমা জগতের শোকের ছায়া, চলে গেলেন এই কিংবদন্তি অভিনেত্রী!’

বছরের প্রথম দিনটা সকলের হাসি মুখ নিয়ে শুরু হলেও, একটা সপ্তাহ যেতে না যেতেই সেই আনন্দ ভরা মুহূর্ত স্থায়ী হলো না বেশি দিন। বছরের প্রথম সপ্তাহতেই নক্ষত্রপতন সিনেমা (Cinema) জগতে। ফলত, মুখ ভার বিনোদন জগতের। গত শুক্রবার অর্থাৎ ৩রা জানুয়ারি গত হলেন বাংলার বিখ্যাত অভিনেত্রী। অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর।

খোঁজ নিয়ে জানা গিয়েছে অভিনেত্রী গত ৩ সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে অভিনেত্রীর জ্বর হয়েছিল কিন্তু কোনো ওষুধই তাঁর কাজ করছিলো না। প্রথমে তাকে ভর্তি করানো হয় একটি বেসরকারি হাসপাতালে এবং সেখানকার সিসিইউতে ছিলেন তিনি। কিন্তু ক্রমাগতভাবে শারীরিক অবস্থার অবনতি ঘটছিল। গত বুধবার অর্থাৎ ১লা জানুয়ারিতে তাঁকে নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়। যেখানে তিনি ভেন্টিলেশনে ছিলেন।

৮ এর দশকের শেষ এবং ৯ এর দশকের শুরুর দিকে সমগ্র বাংলাদেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন এই অভিনেত্রী, নাম অঞ্জনা রহমান। অভিনেত্রী সিনেমার দর্শকদের তিনশোরও বেশি ছবি উপহার দিয়েছেন। এমনকি ‘পরিণীতা’ নামক সিনেমা গোটা বাংলাদেশে ব্যাপকভাবে সাড়া ফেলে দিয়েছিল, এই সিনেমাতে অভিনয় করে তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন।

Anjana Rahmanঅভিনেত্রী ১৯৭৬ সালে “দাস্যু বনহুর” সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। অভিনেত্রীর উল্লেখযোগ্য সিনেমা গুলি হল ‘রজনীগন্ধা’ ‘আশার আলো’, ‘বিধাতা’, ‘সোনার হরিণ’, ‘মাটির পুতুল’, ‘সাহেব বিবি গোলাম’, ‘অভিযান’ এবং আরো অনেক। এই খবর পাওয়া মাত্রই সমগ্র বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুনঃ কেন বদলে দেওয়া হল স্টার থিয়েটারের নাম? নটী বিনোদিনীর গভীর ক্ষতে পরল প্রলেপ, জানেন স্টারের সঙ্গে নটীর ইতিহাস?