কেন অভিনয় ছাড়ছেন মিশমি দাস? দিদি নাম্বার ওয়ানের মঞ্চে বিস্ফোরক অভিনেত্রী

টেলিভিশন জগতের একটি পরিচিত নাম মিশমি দাস। সম্প্রতি নায়িকা একটি ধারাবাহিকে অভিনয় করছিলেন। কিন্তু তারপরেই নায়িকা হঠাৎ করে ঘোষণা করেন যে তিনি অভিনয় জগত ছাড়তে চলেছেন। নেপথ্যে তিনি বলেন নিজেকে একটু সময় দিতে চান তিনি এখন। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’তে নেতিবাচক চরিত্রে অভিনয় করছিলেন মিশমি। তবে শুধু বাংলা ধারাবাহিক নয়, হিন্দি ধারাবাহিকেও দেখা গিয়েছিল মিশমিকে।

নায়িকার হঠাৎ করে টলিউড ছেড়ে দেওয়ার খবরে বিস্মিত তাঁর অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন এই খবর। এবার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানে এসে নিজের মনের কথা খুলে জানালেন রচনাকে। নায়িকা বলেন যে বিনোদন জগতে থাকার ফলে তিনি বেশিরভাগ সময়টাই খুব ব্যস্ত থাকতেন। তাই নিজের শরীরের খেয়াল রাখতে না পেরে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তাই এবার ঠিক করেছেন যে সরস্বতী পুজোর পর কলকাতা ছেড়ে চলে যাবেন তিনি। দীর্ঘদিনের প্রেমিক বিশাল ভনের সঙ্গে এবার গোয়াতে থাকবেন তিনি।

তবে এরই মাঝে নায়িকা দিদি নাম্বার ওয়ানে এসে রচনাকে খুশির খবর শুনিয়েছেন যে তিনি সাময়িক বিরতি নিচ্ছেন। আবার ফিরে আসবেন অভিনয় জগতে। তবে এবার আর ধারাবাহিকে কাজ করা নয়। নায়িকার ইচ্ছে আছে যে এবার তিনি ওয়েব সিরিজে বা সিনেমায় কাজ করবেন।

You cannot copy content of this page