ভুবন বাদ্যকর নামটি আজকাল সোশ্যাল মিডিয়াতে প্রায় প্রতিদিন শোনা যাচ্ছে। বাদাম বিক্রি করতে গিয়ে তিনি এমন সুরে গাইলেন কাঁচা বাদাম গান সেটা বিশ্ববাসীকে আনন্দ দিয়েছে। তারপর থেকেই বাদাম কাকু হিট। তাই রীতিমতো ট্রেন্ড তৈরি হয়েছিল এই বিষয়কে কেন্দ্র করে।
সম্প্রতি একটি পাঁচতারা হোটেলে নিজের গান ‘কাঁচা বাদাম’ গাইলেন ভুবন। পাঁচতারা হোটেলে পারফর্ম করার সময় তিনি সকলের সামনে দাঁড়িয়ে বলেন যে তিনি বীরভূমের মানুষ। খুব একটা জ্ঞান নেই তাঁর। তবে তিনি আশা করছেন যে সকলের ভালোবাসা তিনি পাবেন। এরপর তিনি সকলের মনোরঞ্জন করতে সেই চিরপরিচিত ট্রেন্ডিং গান ‘কাঁচা বাদাম’ গেয়ে ওঠেন। আর সেটা শুনেই সকলে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে ওঠে এবং হাততালি দিয়ে ওঠে। সেই ভিডিও সম্প্রতি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিন শুধু ভুবন নন, তাঁর সঙ্গে রয়েছেন আরো কিছু তারকা। এমনকি সকলেই ভুবনের সঙ্গে কাঁচা বাদাম গানেই নাচ করেন।
এরপরেই এক সাক্ষাৎকারে ভুবন বলেন যে মানুষের ভালোবাসায় তিনি আজ এতদূর এসেছেন এবং সেই সাফল্য পেয়েছেন। তিনি নতুন কোন গান বানিয়েছেন কিনা এই প্রশ্ন করা হলে তিনি সঙ্গে সঙ্গে তাঁর উত্তর দিয়ে দেন। তিনি তাঁর সদ্য বানানো আরও একটি নতুন গান শুনিয়ে দেন সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই।






‘একই লোকের সঙ্গে দশ বছর সংসার, সুস্থ মানুষ পারে নাকি!’ ‘এতদিন একই স্বামী অসম্ভব, পাগলামির লক্ষণ!’ বিবাহিত জীবন নিয়ে বন্ধু সৌমিলিকে মজার খোঁচা গায়িকা ইমন চক্রবর্তীর!