গানের জগতে যার নাম শোনা মাত্রই এক মিষ্টি সুরের আভাস মেলে, সেই উদিত নারায়ণ (Udit Narayan) বলিউডের অজস্র হিট গানের জন্য পরিচিত এই কিংবদন্তি গায়কের জীবনে হঠাৎ করেই এক বিপর্যয়। মুম্বইয়ের অভিজাত স্কাইপ্যান আবাসনে সোমবার রাতের অন্ধকারে ঘটে গেল এমন এক ঘটনা যা সবাইকে স্তম্ভিত করে দিয়েছে। কী ঘটেছিল সেই রাতে? আগুনের শিখায় ভস্মীভূত হতে বসেছিল গায়কের বাড়ি। এই আগুন লাগার কারণ কী? সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছে আমাদের এই বিশেষ প্রতিবেদন।
ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৯টার দিকে, যখন উদিত নারায়ণের অ্যাপার্টমেন্টে আচমকাই আগুন লেগে যায়। সূত্রের খবর, বৈদ্যুতিক যন্ত্রপাতির শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। তবে একটি প্রত্যক্ষদর্শীর দাবি, প্রদীপের শিখা থেকেই আগুন ছড়িয়ে পড়ে পর্দায়। এমন এক ভয়াবহ পরিস্থিতিতে কীভাবে রক্ষা পেলেন উদিত নারায়ণ ও তার পরিবার? দমকল বাহিনী কিভাবে মোকাবিলা করল এই ভয়াবহ আগুনের? একে একে উঠে আসছে সব তথ্য।
অ্যাপার্টমেন্টের ১১ তলায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা। আগুন নেভাতে লেগে যায় দীর্ঘক্ষণ। তবে এই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি, যিনি ১১ তলাতেই থাকতেন। তাঁর নাম রাহুল মিশ্র। গুরুতর জখম অবস্থায় তাঁকে কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। উদিত নারায়ণ ও তাঁর পরিবার অবশ্য এই ভয়াবহ পরিস্থিতি থেকে অক্ষত রয়েছেন। গায়কের কথায়, “ভয়ংকর রাত ছিল। এখনও জানি না কী থেকে আগুন লাগে।”
কিছুদিন আগেই আরেক জনপ্রিয় গায়ক শানের অ্যাপার্টমেন্টেও একই ধরনের ঘটনা ঘটেছিল। ভোর রাতে শানের মুম্বইয়ের ফ্ল্যাটে আগুন লেগে যায়। সাত তলায় আগুন লাগার কারণে শান ও তাঁর পরিবার ১৪ তলায় আশ্রয় নিতে বাধ্য হন। যদিও সেসময়ে শান ও তাঁর পরিবারের কারও ক্ষতি হয়নি, তবে এই ধরনের ঘটনা বারবার ঘটায় মুম্বইয়ের অভিজাত আবাসনগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন: ‘স্বামী হওয়ার সব দায়িত্ব পালন করব, আমরা কেউ কারোর কিছু বদলাতে চাইনা’, শ্বেতার সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের শুরুতে প্রতিজ্ঞা রুবেলের
এই দুটি ঘটনা শুধু দুই জনপ্রিয় গায়কের জীবনকেই নয়, পুরো মুম্বই শহরকেই নাড়িয়ে দিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার আহ্বান জানিয়েছেন অনেকেই। তবে এই মর্মান্তিক ঘটনা উদিত নারায়ণের জীবনে যে গভীর প্রভাব ফেলেছে, তা বলার অপেক্ষা রাখে না।