ছোটপর্দার নামী অভিনেত্রীর বিরুদ্ধে ভয়’ঙ্কর অভিযোগ, তো’লা’বাজিতে জড়িত এই পরিচিত মুখ!

ছোটপর্দার এক পরিচিত অভিনেত্রীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সামনে আসতেই শোরগোল বিনোদন মহলে। ভুয়ো শ্লীলতাহানির মামলা সাজিয়ে এক প্রভাবশালী পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা আদায়ের ছক কষা হয়েছিল বলে অভিযোগ। প্রথমে বিশ্বাস করা কঠিন হলেও তদন্তে নেমে পুলিশ অভিনেত্রীসহ দুই মহিলাকে হাতেনাতে গ্রেফতার করেছে। অভিযোগ অনুযায়ী, পুরো পরিকল্পনাটি ছিল ভয় দেখিয়ে ধাপে ধাপে টাকা আদায়ের। প্রথম কিস্তি হিসেবে দেড় কোটি টাকা নেওয়ার সময়ই ফাঁস হয়ে যায় এই তোলাবাজির ছক।

অভিযোগকারীর দাবি, পরিবারের এক তরুণ সদস্যকে জড়িয়ে পরিকল্পিতভাবে একটি অশালীন ঘটনার অভিযোগ তোলা হয়। একটি পারিবারিক অনুষ্ঠানের পর হঠাৎই শোরগোল শুরু হয় এবং বিষয়টি দ্রুত থানায় মামলা পর্যন্ত গড়ায়। সেই মামলাকে হাতিয়ার করেই শুরু হয় লাগাতার হুমকি। বলা হয়, মামলা তুলে নিতে হলে মোটা অঙ্কের টাকা দিতে হবে, না হলে সম্মান যাবে, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। চাপ বাড়তে থাকায় পরিবার মানসিকভাবে ভেঙে পড়ে এবং শেষমেশ পুলিশের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়।

তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা প্রথমে ১০ কোটি টাকা দাবি করেছিলেন। পরে দর কষাকষির মাধ্যমে সেই অঙ্ক কমিয়ে ৫.৫ কোটিতে নামানো হয়। পুলিশ অভিযোগকারীর সঙ্গে কথা বলে গোটা লেনদেনের পরিকল্পনা অনুযায়ী ফাঁদ পাতে। নির্দিষ্ট জায়গায় নগদ টাকা দেওয়ার সময় অভিযুক্তদের আটক করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তরা এখনও তদন্তে পুরোপুরি সহযোগিতা করছে না। তাঁদের হাতের লেখা ও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়াও চলছে।

এই ঘটনার সবচেয়ে চর্চিত দিক হল অভিযুক্ত অভিনেত্রীর পারিবারিক পরিচয়। তিনি ছোটপর্দার এক জনপ্রিয় ও সম্মানিত অভিনেত্রীর ঘনিষ্ঠ আত্মীয়া। সেই অভিনেত্রী দীর্ঘদিন ধরে ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন। ফলে এই নাম জড়িয়ে যাওয়ায় ছোটপর্দার জগতে তীব্র হতাশা তৈরি হয়েছে। সহকর্মী থেকে শুরু করে দর্শক, সকলেই হতবাক এই ঘটনায়।

আরও পড়ুনঃ জ্বর উপেক্ষা করেই মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ভক্তির সুরে দুর্গা অঙ্গনের শিলান্যাস মাতালেন ইমন! গায়িকার সুরের জাদুতে মুগ্ধ মুখ্যমন্ত্রী

পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত অভিনেত্রীর বিরুদ্ধে আগেও একটি অপরাধমূলক মামলার তথ্য মিলেছে। ফলে তদন্তকারীরা আশঙ্কা করছেন, এটি কোনও একক ঘটনা নয়, বরং একটি বড় চক্র কাজ করতে পারে। আগে আর কাউকে একইভাবে ফাঁসানো হয়েছিল কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আরও গ্রেফতারি হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। এই ঘটনায় ছোটপর্দার জগতে বিশ্বাসের জায়গায় বড় ধাক্কা লাগল বলেই মনে করছেন অনেকে।

You cannot copy content of this page