বাবার কান্ডে লজ্জায় ছেলে! উদিত নারায়নের চুমু রোগে মুখ ঢেকে ঘুরছেন আদিত্য নারায়ণ

সমাজে এমন অনেক সময় দেখা যায়, পরিবারের একজনের কাজের জন্য অন্য সদস্যকে মুখ লুকোতে হয় বা অপমানিত হতে হয়। এটি হতে পারে বাবা-মার ভুলের জন্য সন্তানের লজ্জা কিংবা সন্তানের ভুলের জন্য বাবা-মার অপমান। সম্প্রতি এমনই একটি ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল চর্চা। বলিউডের প্রখ্যাত গায়ক উদিত নারায়নের বিতর্কিত কর্মকাণ্ডের পর এবার সরাসরি নেটিজেনদের আক্রমণের মুখে পড়লেন তাঁর ছেলে, গায়ক-সঞ্চালক আদিত্য নারায়ন( Aditya Narayan)

উদিত নারায়ন, নয়ের দশকের অন্যতম সফল এবং জনপ্রিয় রোম্যান্টিক প্লেব্যাক গায়ক। তাঁর কণ্ঠে সুর মিশে তৈরি হয়েছে অসংখ্য সুপারহিট গান। বলিউডে একাধিক প্রজন্মের মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু সম্প্রতি লাইভ কনসার্টে এক মহিলা অনুরাগীকে চুমু খাওয়ার ঘটনায় তুমুল বিতর্কে জড়িয়ে পড়েছেন উদিত। এক ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় বয়ে যায়। এর মধ্যেই ভাইরাল হয় আরও একটি চুম্বনের ভিডিও, যা পরিস্থিতি আরও জটিল করে তোলে। যদিও উদিত নারায়ন বলেছেন, ভক্তদের খুশি করতে এমন কাজ করতে হয়, এবং এগুলো নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই।

এই বিতর্কে নাম না জড়ালেও, তার প্রভাব পড়েছে উদিত নারায়নের ছেলে আদিত্য নারায়নের উপর। ৮ ফেব্রুয়ারি মুম্বই বিমানবন্দরে মুখ ঢেকে প্রবেশ করতে দেখা যায় আদিত্যকে। মাস্ক, টুপি, চশমা এবং জ্যাকেট পরে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন তিনি। পাপারাৎজ্জিদের সঙ্গে সেভাবে কথা না বললেও, হাত তুলে হাসিমুখে এগিয়ে যান। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই নেটিজেনদের একাংশ মন্তব্য করেছেন, “বাবার কর্মের ফল ভুগছে ছেলে।”

বিমানবন্দরে আদিত্যর এমন আচরণ নিয়ে আরও বিভিন্ন ধরনের মন্তব্য আসতে শুরু করেছে। কেউ বলেছেন, “ছেলেও মুখ লুকোচ্ছে বাবার কাজের জন্য।” আবার কেউ ব্যঙ্গ করে লিখেছেন, “বাবা চুমু খাচ্ছেন, আর ছেলে কামড়াবে।” তবে আদিত্য এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুনঃ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে টলিউডের বর্ষীয়ান অভিনেতা অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায়! উদ্বেগে মেয়ে চূর্ণী গঙ্গোপাধ্যায়

এদিকে, উদিত নারায়নের চুমু বিতর্কে সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন উরফি জাভেদ। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “উদিতজির বয়স ৬৯। এই বয়সে এমন ঘটনা ঘটে।” তবে উদিতের সমর্থনে নয়ের দশকের আরেক জনপ্রিয় গায়ক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “উদিত একজন রোম্যান্টিক গায়ক। অনুরাগীরাই এগিয়ে আসেন। এতে উদিতের কোনও দোষ নেই।” বিতর্ক যতই বাড়ুক, উদিতের নীরবতা এবং আদিত্যর মুখ ঢাকার ছবি আরও কৌতূহলের জন্ম দিয়েছে।