বলিউডের সবচেয়ে সফল ছবি হল ‘ব্রহ্মাস্ত্র’। গত ৯ সেপ্টেম্বর রিলিজ করেছিল বাঙালি পরিচালক অয়ন মুখার্জি পরিচালিত রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’। সেই ছবি বক্স অফিস পরিসংখ্যান এখন বলিউডের জন্য একটি সফল ছবির উদাহরণ। পরিচালক নিজেই সম্প্রীতি সোশ্যাল মিডিয়ায় জানালেন।
প্রসঙ্গত পুরান এবং ফ্যান্টাসি মিলিয়ে এই ছবি বর্তমানে বলিউডের সবচেয়ে সফল ছবি। একের পর এক বলিউড ছবি যেখানে মুক্তি পড়ে মুখ থুবড়ে পড়ছিল সেখানে দাঁড়িয়ে অয়ন মুখার্জি পরিচালিত এই ছবি মুক্তি পেয়েছিল। যা মুক্তির আগেই অনেকে বলেছিল ছবিটি ফ্লপ হতে চলেছে। মুক্তির আগেই অনেকে সোশ্যাল মিডিয়ায় ‘বয়কট ব্রহ্মাস্ত্র’ বলেও হ্যাশট্যাগ নিতে দেখা গিয়েছিল। তবে তার পরেও ছবির উদ্দক্তারা এই ছবিকে নিয়ে আশাবাদী ছিল।
প্রসঙ্গত ছবিটির গল্প গড়ে উঠেছে একটি শিবা নামক অতিপ্রাকৃত ছেলেকে কেন্দ্র করে। এই চরিত্র অভিনয় করছে অভিনেতা রণবীর কাপুর।অগ্নি-অস্ত্রের অধিকারী শিবা। আগুনে তার ক্ষয় নেই। শিবার প্রেমিকার নাম ঈশা। সে সাধারণ মানুষ। যার ভূমিকায় রয়েছেন আলিয়া ভট্ট। এ ছাড়াও রয়েছেন নাগার্জুন, মৌনী রায়।
উৎসবের আমেজের মধ্যেই খুশির খবর দর্শকদের সাথে ভাগ করে নিয়েছেন বলিউডের পরিচালক অয়ন। নেটমাধ্যমে পোস্ট করে জানালেন, গত ২৫ দিনে ‘ব্রহ্মাস্ত্র’-র ঝুলিতে এসেছে ৪২৫ কোটি টাকা! সেই পোস্টেই তিনি আরও লিখলেন ‘বিশ্বজুড়ে বছরের সেরা হিন্দি ছবি’। এর পর সব অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে শারদ-শুভেচ্ছা বর্ষণ করেছেন অয়ন। এই ছবি তিন পর্বের মোট বাজেটের বেশি একাই তুলেছে প্রথম পাট ‘ব্রহ্মাস্ত পার্ট ওয়ান শিবা’।