নিজের শরীর থেকে এক বোতল রক্ত নিয়ে কাশ্মীর ফাইলসের পোস্টার আঁকলেন এই মহিলা! অনুরাগীর কীর্তিতে অবাক পরিচালক

দীর্ঘ ত্রিশ বছর আগের ভারতের এক নির্মম ইতিহাস ফুটে উঠেছে সিনেমার পর্দায়। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমা কাশ্মীর ফাইলস ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে গোটা দেশের। দর্শক থেকে শুরু করে সমালোচকরা সকলেই অভিভূত সিনেমা দেখে। দর্শকরা বলছেন রীতিমত কাঁদিয়ে দিয়েছে এর প্রতিটা দৃশ্য। তাই সিনেমার প্রতি শ্রদ্ধাঞ্জলি দিলেন এক অনুরাগী।

সম্প্রতি নিজের শরীরের রক্ত ছবির জন্য দান করেছেন এক মহিলা। মহিলার নাম মঞ্জু সোনি। ১০ মিলিলিটার রক্ত জমিয়ে কাগজে এই সিনেমার একটি পোস্টার তৈরি করেছেন।

একটি বোতলে রক্ত পরীক্ষার জন্য যেভাবে রক্ত জমা করা হয় ঠিক সেভাবে রক্ত জমিয়ে এই কীর্তি করেছেন ঐ মহিলা। পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়। এই মুহূর্তে ঐ মহিলা নিজেও ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সকল প্রশংসা করেছে তাঁর সৃজনশীলতার।

এই পোস্টর চোখে পড়েছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর। তিনি এই পোস্ট টুইটারে শেয়ার করে বলেছেন তিনি বুঝতে পারছেন না কী বলা উচিত। মহিলাকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি। সিনেমার আসল পোস্টারের হুবহু পোস্টার বানিয়েছেন তিনি।