বজরঙ্গি ভাইজানের সেই মুন্নিকে মনে আছে তো? এবার সেই ছোট্ট মুন্নি অর্থাৎ হর্ষালি মালহোত্রা পেলো এক বিশেষ পুরস্কার। ভারতরত্ন ডঃ আম্বেদকর অ্যাওয়ার্ডে সম্মানিত করা হলো তাকে। সেই মুন্নি এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। তবে তার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা এখনও একটুও কমেনি।
তার এই সম্মান গ্রহণের সুখবরটা সে নিজেই শেয়ার করেছে নিজের সোশ্যাল মিডিয়ায়। ভারতরত্ন ডঃ আম্বেদকর অ্যাওয়ার্ড হাতে নিয়ে কয়েকটি ছবি পোস্ট করেছে সে। এর পাশাপাশি এয়ার পিসে উৎসর্গ করেছে বজরঙ্গি ভাইজান সিনেমার সমগ্র টিমকে। তাতে যেমন রয়েছেন অভিনেতা সলমন খান তেমনই উল্লেখ রয়েছে ডিরেক্টর কবীর খান, মুকেশ ছাবরার। ক্যাপশনে তাঁদেরকে উল্লেখ করে হর্ষালি ধন্যবাদ জানিয়েছে গোটা টিমকে যে তার উপর তারা বিশ্বাস রেখেছে।
View this post on Instagram
ছোটবেলায় এক দুর্ঘটনায় বলার শক্তি হারিয়ে ফেলে মুন্নি। তারপর পাকিস্তানের বাসিন্দা এই ছোট্ট মেয়েটি মায়ের সঙ্গে ভারতে এসে হারিয়ে যায়। এরপরই বদলে যায় ছবির কাহিনী। সলমন খান সমস্ত বেড়াজাল পেরিয়ে ছোট্ট মুন্নিকে দিয়ে আসে তার বাড়িতে। আর তখনই তাকে মামা বলে ডেকে ওঠে মুন্নি।