করণ জোহর, বিগ বিকে হাজতে পুরতে চান কঙ্গনা! লক আপ আসতে না আসতেই বিস্ফোরক নায়িকা

এখনো সম্প্রচার করা শুরু হয়নি রিয়েলিটি শো লক আপ। তার আগেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন এই শোয়ের সঞ্চালিকা এবং নায়িকা কঙ্গনা রানাউত। একতা কপূর এবার ময়দানে নেমেছেন বিগ বসের ন্যায় আরও এক রিয়েলিটি শোকে জনপ্রিয় করে তুলতে। জেলে হাজতবাস করতে হবে জনপ্রিয় তারকাদের। আর তাঁদের জেলে ঢোকাবে স্বয়ং নায়িকা। বিষয়টি অবাক করার মতো।

এদিকে নায়িকা এক সাংবাদিক সম্মেলনে বলে দিয়েছেন যে তিনি কয়েকজনকে হাজতে ঢোকাতে চান। তাঁর পছন্দের তালিকায় রয়েছেন পরিচালক এবং প্রযোজক করণ জোহর। করণের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন এ বিষয়ে কিছু বলাই বাহুল্য। নায়িকার একেবারেই যে পছন্দ করেন না সেটা সবাই জানে। তবে এবার এই তালিকা আরও বেড়েছে। এর পাশাপাশি রয়েছেন অমিতাভ বচ্চনও। নায়িকা লকআপে পুরতে চান আমির খানকেও। এমনকি যিনি কঙ্গনাকে এই সুযোগ দিলেন সেই একতা কপূরকেও জেলে পুরতে চান কঙ্গনা।

১৬ জন বিতর্কিত সেলেব জেলে থাকবেন ৭২ দিন ধরে। সেখানে তাঁদের কাছ থেকে যাবতীয় গোপন তথ্য বের করে আনবেন কঙ্গনা। অত্যাচার হবে কিনা সেটা বলবে অনুষ্ঠান। এদিকে শুধু সেলেব না, রাজনৈতিক নেতাদেরকেও কঙ্গনা জেলে ভরতে চান।

big b

You cannot copy content of this page