নেশায় আসক্ত ছিলেন কঙ্গনা! সময় মত না পেলে আত্মহত্যা করার কথা ভাবতেন সতীসাধ্বী বলিউড কুইন

বলিউডের অন্যতম বিতর্কিত এবং বহুচর্চিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। মাঝখানে আবার নাকি নায়িকা হয়ে গিয়েছিলেন নেশায় আসক্ত। এমনকি মাদক না পেলে ছটফট করতেন তিনি। না পেলে রেগেও যেতেন আবার আত্মহত্যা করার কথাও ভাবতেন।

একসময় চেন স্মোকার হয়েছিলেন কঙ্গনা। সিগারেট না পেলে মাথা খারাপ হয়ে যেত তাঁর। যখন সিগারেট খাওয়া শুরু করেন এমন হবে ভাবেননি।

নো স্মোকিং ডে উপলক্ষে নিজের জীবনের অন্ধকার অধ্যায়টি শেয়ার করেন কঙ্গনা। তখন বয়স 19 বছর। লমহে সিনেমার শুটিং করছিলেন। হ্যালো সুন্দরী চরিত্রটি খুবই অবসাদে আচ্ছন্ন ছিল যা ব্যক্তিগতভাবে তাকেও অবসাদগ্রস্ত করে তোলে। এ থেকে মুক্তি পেতে তিনি সিগারেটে আসক্ত হয়ে পড়েন।

গীতাকে ও পরামর্শ দিয়েছিল অভ্যস্ত না হতে। কিন্তু তিনি থাকতে পারতেন না। কাশি বমি মাথা ঘোরা ইত্যাদি হতে থাকল।দিনে 10 থেকে 12 টা সিগারেট খেতেন তিনি। নাকে বলেছেন তিনি কখনো বাবা-মার সামনে ধূমপান করতেন না তবে সিগারেট না পেলে মাঝে মাঝে আত্মহত্যা করতে ইচ্ছা হতো তাঁর। মনে হতো কেউ যেন তাকে নিজের বশ করে রেখেছে। এরপর যোগার মাধ্যমে তিনি অনেকটা নিজেকে এর থেকে ছাড়িয়ে আনেন।

You cannot copy content of this page