সারা আলি খান বা অন্য কোনও রূপসী নন, কার্তিক আরিয়ানের ওয়ালপেপার জুড়ে রাজত্ব এই মহিলার!  

বলিউডে এখন রাজ চলছে কার্তিক আরিয়ানের। চকলেট বয় ইমেজ নিয়ে তিনি কম সময়ের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তাঁর বন্ধুবৎসল মনোভাব মন জিতে নিয়েছে তরুণীদের। রীতিমতো ফ্যানবেস তৈরি হয়েছে তাঁর যার সংখ্যাটাও কম নয়। তবে এরই মাঝে তাঁর নাম জড়িয়েছে বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে। তাদের মধ্যে অন্যতম হলো সারা আলি খান, জাহ্নবী কপূর। একটা সময় তো এমন হয় যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় যে সম্পর্কে রয়েছেন কার্তিক এবং সারা। তবে এর মধ্যে কার্তিকের প্রিয় মানুষ কে?

এমন একজন রয়েছেন কার্তিকের জীবনে যাঁর ছবিও তিনি তাঁর ফোনের ওয়ালপেপারে রাখেন সর্বদাই। এমনটা পড়ে আপনারা হয়তো ভাববেন যে তিনি নিশ্চয় কার্তিকের প্রেমিকাই হবেন। আবার সেই ছবি কার্তিক নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তাহলে কে সে? বলে রাখি এই মহিলা নায়কের প্রেমিকা নন।

 

View this post on Instagram

 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)

যে মহিলার ছবি নায়কের ওয়ালপেপারে থাকে তিনি হলেন নায়কের মা। কার্তিকের মায়ের নাম মালা তিওয়ারি। মালাদেবী পেশায় একজন গাইনোকোলজিস্ট। মায়ের সঙ্গে নাচের একটি মুহূর্তের ছবি নিজের ফোনের ওয়ালপেপারে বন্দী করে রেখেছেন কার্তিক। সম্প্রতি অভিনেতার মায়ের জন্মদিন ছিল। তাই সেই বিশেষ তাঁকে শুভেচ্ছা জানানোর জন্যে এই অভিনব পদ্ধতি বের করেন কার্তিক। তিনি ছবি শেয়ার করে লেখেন যে সারা জীবনের জন‍্য তাঁর ফোনের ওয়ালপেপারে যে মহিলার ছবি থাকবে তিনি হলেন তাঁর মা। এছাড়াও মা ও বোনের সঙ্গে প্রায়ই ছবি শেয়ার করেন কার্তিক। এর থেকেই বোঝা যায় যে মা তাঁর কাছে খুবই স্পেশাল।

You cannot copy content of this page