প্রতিভার মাধ্যমে শিল্পী হয়ে উঠলেও তার চারপাশে থাকে হাজার দায়িত্ব। যে মানুষেরা তার শিল্পে মুগ্ধ তাদের প্রতিনিয়ত মন যুগিয়ে চলাই কাজ শিল্পীর। সে যে কোনও ধরণের শিল্পের কথাই ভাবুন না। আর এমনটা না করলে আর মনে রাখবে না তাকে কেউ।
কঠিন সত্য হলেও এমনটা অনুসরণ করেন অভিনেতা ও কমেডিয়ান জনি লিভার। একসময় দরিদ্র পরিবারের ছেলে হলেও আজ লোক হাসানোর ক্ষমতাবলে তিনি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন। জনি লিভার তাঁর কাজের প্রতি কতটা শ্রদ্ধাশীল তার একটা নিদর্শন জানতে পারলে চোখ কপালে উঠবে। কিন্তু বাস্তবেই তিনি তাঁর অনুরাগীদের কথা ভেবে এমনটাই করেছিলেন।
View this post on Instagram
একটি সাক্ষাৎকারে জনি লিভার জানান যে এমনও একটা দিন গিয়েছে যেদিন নিজের মৃত বোনের দেহ বাড়িতে রেখেই তাঁকে আসতে হয়েছে কাজে। সেই দেহ ফেলে রেখেই তিনি লোক হাসাতে মঞ্চে উঠেছিলেন সেদিন। শো আগে থেকেই ঠিক করা ছিল। তাই তা বাদ দেওয়ার ক্ষমতা ছিল না তাঁর। এদিকে শোয়ের সময় রাত ৮ টার বদলে এগিয়ে গিয়ে হয় বিকেল ৪টে। তিনি জানতে পেরে জামাকাপড় নিয়ে লুকিয়ে ট্যাক্সিতে কাপড় পাল্টে নেন। তিনি যেখান থেকে ছেড়ে কাজে যান সেই পরিস্থিতি ছিল শোকময়। এদিকে তাঁর কাজের পরিবেশ ছিল আনন্দের। তবুও নিজেকে সাহস যুগিয়ে সেদিন নিজের কাজে সার্থক হয়েছিলেন জনি। অর্থাৎ যে কোনও পরিস্থিতিতেই নিজেকে মানসিকভাবে শক্ত রেখে নিজের প্রতিশ্রুতি পূরণ করতেই হবে, এমনটাই শিক্ষা দিলেন জনি তাঁর এই অভিজ্ঞতা শেয়ার করে।