আবার আনন্দ বচ্চন পরিবারে! আরাধ্যার পর নতুন ছোট্ট নাতির দাদু হলেন বিগ বি অমিতাভ বচ্চন!মা হওয়ার খবর লুকিয়ে রেখেছিলেন ঐশ্বরিয়া?

এক নতুন সদস্যের আগমনে বচ্চন পরিবারে আনন্দের ঝড়। অভিনেতা কুণাল কপূর এবং তাঁর স্ত্রী নয়না বচ্চন এক সন্তানের বাবা ও মা হয়েছেন। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন নয়না। কুণাল নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় আনন্দের এই খবরটি দেন।

কুণাল টুইটারে তাঁর শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে লেখেন যে তিনি এবং নয়না এক পুত্রসন্তানের অভিভাবক হয়েছেন। তাদের প্রাণভরা আশীর্বাদের জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ কুণাল এবং তাঁর স্ত্রী। কুণাল হচ্ছেন অমিতাভ বচ্চনের ভাই অজিতাভ বচ্চনের কন্যা নয়নার স্বামী। অর্থাৎ কুণাল ওই বাড়ির জামাই। ২২৫ সালে অভিষেক বচ্চনের তুতো বোনের সঙ্গে বিয়ে করেন কুণাল।

এদিকে নয়না যে সন্তান সম্ভবা সেই খবর সোশ্যাল মিডিয়ায় গোপন রাখা হয়। কুনাল নিজেই খবর দেন তাঁর ফলোয়ারদের উদ্দেশ্যে। তারপর থেকেই তাঁর পোস্টে শুভেচ্ছা বার্তা এবং আশীর্বাদ বার্তা উপচে পড়ছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের তরফে। এছাড়া ইন্ডাস্ট্রির বন্ধুরাও শুভেচ্ছা জানিয়েছেন এই দম্পতিকে।

You cannot copy content of this page