অপহৃত অভিনেত্রী মাধুরী দীক্ষিত! পরিবারের হাত নেই তো? ঘনাচ্ছে রহস্য

হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেলেন অভিনেত্রী মাধুরী। সেই ৮-এর দশকের শেষের দিক থেকে এখনও তিনি বলিউডের তাঁর স্থান ধরে রেখেছেন সফলভাবে। পাশাপাশি আবার দুই সন্তানকে নিয়ে সুখের সংসার। এর মধ্যেই হঠাৎ করে কোথায় বেপাত্তা হয়ে গেলেন তিনি? বলিপাড়ায় সবাই জেনে গিয়েছে এই খবর। তাহলে কি ভুল করে নিজে কিছু করে ফেললেন নায়িকা?

শেষ পোস্টে এমনই এক আভাস দিয়েছেন মাধুরী। তবে এতে ভয়ের কিছু নেই কারণ এই সপ্তাহে তিনি করেছেন তাঁর চরিত্রের প্রয়োজনে। মাধুরী থেকে তিনি হয়ে গিয়েছেন অনামিকা আনন্দ। ইনস্টাগ্রামে তিনি একটি পোস্ট করেছেন যেখানে লেখেন যে শুনেছিলাম স্টারডম এক মুহূর্তে শেষ হয়ে যায়। কিন্তু যদি সুপারস্টার নিজেই নিখোঁজ হয়ে যায় তখন কী হয়। এ কথা কখনও শুনিনি।” এটিকে সকলের মনে ধারণা হয় যে কোথায় নিখোঁজ হয়ে গেলেন মাধুরী? ২৫ শে ফেব্রুয়ারি সব উত্তর পাওয়া যাবে।

নেটফ্লিক্সে ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘ফেমগেম”। এতেও একজন সফল অভিনেত্রী চরিত্রে অভিনয় করছেন মাধুরী। রয়েছে তাঁর সুখের সংসার। কিন্তু সারাটা জীবন ধরে শুধু কাজ করতে করতে নিজেকে যেন হারিয়ে ফেলেছেন মাধুরী ওরফে অনামিকা। তারপর একটি রাত বদলে দেয় তাঁর জীবন। তারপরেই শুরু অনামিকাকে খোঁজার পালা। ফেমগেম নামক ওয়েব সিরিজের মাধ্যমে এই প্রথম ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে চলেছেন মাধুরী। বিজয় নাম্বিয়ার ও করিশ্মা কোহলি পরিচালনা করেছেন এবং প্রযোজনা করেছেন করণ জোহর। দেখা যাক এবার বড় পর্দার মতো ডিজিটাল প্ল্যাটফর্মে কতটা অনুরাগীদের মন জয় করতে পারেন মাধুরী।

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)

Back to top button