নোরা ফতেহির ভক্তদের জন্য শনিবারের রাত ছিল দুশ্চিন্তায় ভরা। মুম্বইয়ে আন্তর্জাতিক সংগীত তারকা ডেভিড গুয়েটার কনসার্টে যোগ দিতে যাওয়ার সময় হঠাৎই এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখোমুখি হন নায়িকা। আচমকা এই ঘটনায় মাথায় চোট পান নোরা। খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়ায় অনুরাগীদের মধ্যে। সকলেই জানতে চাইছিলেন এখন কেমন আছেন বলিউডের এই জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী।
ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, একটি মাতাল চালকের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নোরার গাড়িতে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পরপরই নোরার টিম দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। মাথায় আঘাত লাগায় চিকিৎসকেরা বাড়তি সতর্কতা হিসেবে সিটি স্ক্যান করান। রক্তক্ষরণ বা গুরুতর আভ্যন্তরীণ সমস্যার আশঙ্কা থাকলেও পরীক্ষার ফল আশ্বস্ত করেছে সকলকে।
চিকিৎসকেরা জানিয়েছেন নোরার চোট গুরুতর নয় এবং কোনও আভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়নি। তবে তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। কিন্তু নোরা যে সহজে হার মানার মানুষ নন, তা আরও একবার প্রমাণিত হল। সমস্ত পরামর্শ সত্ত্বেও তিনি নিজের পূর্ব নির্ধারিত কর্মসূচি বদলাননি। তাঁর বিশ্বাস একটাই, শো থামা চলবে না, দর্শকের জন্য তাঁকে মঞ্চে উঠতেই হবে।
দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই নোরা সানবার্ন ফেস্টিভ্যালে হাজির হন এবং ডেভিড গুয়েটার সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেন। সেখানেই তিনি নিজের আসন্ন আন্তর্জাতিক গানের ঝলক তুলে ধরেন। জানা গিয়েছে, এই গানে নোরা জুটি বাঁধছেন ডেভিড গুয়েটা ও আমেরিকান গায়িকা সিয়ারার সঙ্গে এবং নিজেই কণ্ঠ দিয়েছেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে নোরার এই সাফল্য নতুন মাত্রা যোগ করেছে তাঁর কেরিয়ারে।
আরও পড়ুনঃ ‘ছেঁড়া জিন্স দেখেছি, ছেঁড়া কোট প্রথম দেখলাম!’ ‘ওমা হাতে ওটা কি পড়েছে!’ ‘দিন দিন মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, আবার বডিগার্ড নিয়ে ঘুরছে!’ সুস্মিতার পোশাক ঘিরে নতুন বিতর্ক? ক্লিয়ারকাটের গ্র্যান্ড মাস্টার ক্লাসে, অদ্ভুত পোশাকে ফের নেটিজেনদের কটাক্ষ!
শুধু গান নয়, অভিনয়ের দুনিয়াতেও নোরা এখন ব্যস্ত। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে হরর ছবি কাঞ্চনা চার এবং কেডি দ্য ডেভিল। এছাড়াও তাঁর ঝুলিতে আছে বি হ্যাপি, উফ ইয়ে সিয়াপ্পা এবং ঈশান খট্টরের বিপরীতে ওয়েব সিরিজ দ্য রয়্যালস। দুর্ঘটনার পরেও নোরার দৃঢ়তা ও পেশাদারিত্ব আবারও প্রমাণ করল, কেন তিনি আজ আন্তর্জাতিক মঞ্চে এতটা সম্মানিত নাম।






