বিনোদন জগতের (Entertainment Industry) পর্দার আড়ালে আজকাল উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। নামকরা তারকারা হোক বা উঠতি শিল্পী, যে কেউ জড়িয়ে পড়ছেন নানা অপরাধমূলক ঘটনায়। পর্দার সামনে সততার মুখোশ থাকলেও বাস্তবে প্রায়ই শোনা যায় নারী নির্যা’তন (Sexual Assault), প্রতা’রণা কিংবা অবৈ’ধ সম্পর্কের খবর। শুধু শিল্পীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, সমাজ জুড়েই আজ এই ধরনের ঘটনা যেন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর ফলে সাধারণ মানুষের কাছে শিল্পীদের ভাবমূর্তিও ক্রমশ প্রশ্নের মুখে পড়ছে।
শুধু বলিউড বা টলিউডের বড়পর্দা নয়, ছোটপর্দার ক্ষেত্রেও একই ছবি। বহুবার দেখা গেছে, ধারাবাহিক বা টেলিভিশন জগতের তারকারা জনপ্রিয়তা পাওয়ার পর ব্যক্তিগত জীবনে এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যা আইন ভাঙার পর্যায়ে চলে গেছে। অভিযোগ উঠেছে মা’দক থেকে যৌ’ন হে’নস্তা, প্রায় সব ক্ষেত্রেই। বারবারই তাই মানুষ অবাক হয়ে ভাবতে বাধ্য হচ্ছেন, যাঁদের পর্দায় দেখেন নায়ক বা আদর্শ চরিত্রে, বাস্তবে তাঁদের অনেকের কর্মকাণ্ড এরকম কেন!
সাম্প্রতিক ঘটনাটি তেমনই চমকে দেওয়ার মতো। দিল্লিতে একটি হাউস পার্টিকে ঘিরে শুরু হয় অশান্তি। নির্যা’তিতা মহিলার দাবি, সেই পার্টিতে তাঁকে বাথরুমে নিয়ে গিয়ে জোর করে শারী’রিক সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয়। প্রথমে অভিযোগ ছিল একাধিক ব্যক্তির বিরুদ্ধে। কিন্তু পরবর্তীতে মহিলার স্বীকারোক্তিতে মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে এক পরিচিত টিভি অভিনেতার নাম। জানা গেছে, অভিনেতার সঙ্গে সমাজ মাধ্যমে আলাপ হয়েছিল ওই মহিলার।
এরপরই বন্ধুর আয়োজিত পার্টিতে তাঁকে আমন্ত্রণ জানান অভিনেতা। পরবর্তীতে অভিযোগ দায়ের হতেই তদন্তকারীরা সক্রিয় পদক্ষেপ নেন তড়িঘড়ি। টানা নজরদারি চালিয়ে প্রথমে গোয়া, পরে পুণেতে অভিনেতার সন্ধান পান তাঁরা। দুই জায়গাতেই বিশেষ দল পাঠানো হয়। শেষ পর্যন্ত পুণে থেকেই তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এই মুহূর্তে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে।
আরও পড়ুনঃ “একাকীত্ব ভীষণই একটা কঠিন জিনিস, সব কথা তো বয়স্ক মা–বাবাকে বলা যায় না!” “মেয়েকে বলেও শিশু মনটা তাড়াতাড়ি নষ্ট করতে চাই না!”— দাম্পত্য ভাঙনের পর নিঃসঙ্গতার কষ্টে চোখ ভিজছে স্বর্ণকমল দত্তর!
এই জনপ্রিয় টেলিভিশন অভিনেতা আর কেউ নন, যিনি গ্রেফতার হয়েছেন তিনি হলেন হিন্দি ধারাবাহিকের অভিনেতা আশিস কাপুর। একাধিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনের এই অভিযোগ তাঁর কেরিয়ারকে কোথায় নিয়ে যাবে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিনোদন জগতে যেন আরেকটি ক্ষতচিহ্ন রেখে গেল এই ঘটনা নিঃসন্দেহে।