ফের বিয়ের পিঁড়িতে পূজা ব্যানার্জি! এবার সন্তান কে কোলে নিয়েই বিয়ে করবেন তিনি
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি (Puja Banerjee)। টলিউডের বেশ কয়েকটি সিনেমায় সাফল্যের সাথে অভিনয় পাশাপাশি ও টি টি প্ল্যাটফর্মে কাজ করেছেন তিনি। ছেলে কৃশিবের বয়স এখন এক বছর। দীর্ঘদিন ধরেই তার বন্ধু কুণাল ভার্মার সাথে সম্পর্কে আছেন তিনি।
যদিও তাদের জাঁকজমক করে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির মধ্যেই সেটা আর হয়নি। ফলে আইনি বিয়ে সারতে হয় দুজনকে। এরমধ্যেই অ’ন্তঃস্বত্তা হয়ে পড়েন অভিনেত্রী। শুরুতে বিষয়টি লুকিয়ে রাখলেও পরে জনসমক্ষে চলেই আসে।
তাই এবার ছেলেকে কোলে নিয়েই বিয়ের পিঁড়িতে বসবেন পূজা।আগামী ১৫ নভেম্বর গোয়াতেই বসবে পূজার বিবাহবাসর। ইনস্টাগ্রামে অভিনেত্রী নিজেই ছবি পোস্ট করে একথা জানিয়ে দিলেন অনুরাগীদের।
করোনা পরিস্থিতি বর্তমানে অনেকটা নিয়ন্ত্রিত।পাশাপাশি ছেলেও বড়ো হয়েছে। তাই এবার ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করতে চান তারা।
সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে পূজা জানিয়েছেন, গোয়ায় বিয়ের অনুষ্ঠান হবে ছিমছামভাবে। পরিবারের লোকজন ও নিকট বন্ধুরা থাকবেন। তবে আমার আর পূজার ইচ্ছে আছে মুম্বইতে গিয়ে একটি পার্টি দেওয়ার।