রণবীরের বয়স হয়েছে,বিয়ের পরেই যেন সন্তান আসে আলিয়ার কোলে! প্রার্থনা সঞ্জয় দত্তের
অভিনেতা সঞ্জয় দত্তের বক্তব্যে তোলপাড়। তবে কি সত্যিই বিয়ে করছেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর? আপাতত কেজিএফ চ্যাপটার 2 এর প্রচারে ব্যস্ত মুন্নাভাই।
তবে তার ফাকেও অভিনেতা রণবীর এবং আলিয়া ভট্টকে স্নেহের চোখে দেখেন বলে দুজনের বিয়ে উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিতে ভুললেন না সঞ্জয়। সঙ্গে দিলেন বিশেষ উপদেশ। সেটাই এই মুহূর্তে তোলপাড় সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়।
পাশাপাশি দুজনের তাড়াতাড়ি বাচ্চা নেওয়া উচিত, এমন উপদেশ দিলেন সঞ্জয় দত্ত। দম্পতির মুখে যেন হাসি সদা বজায় থাকে সেই কামনাই করলেন তিনি ভগবানের কাছে। সাংসারিক সমস্যা নিয়ে মুখ খুললেন।
বললেন সংসারে ঝামেলা হবে। তবে ঝামেলার সময় একজনকে পিছিয়ে আসতে হবে। অনেক পথ বাকি সেটা মাথায় রাখতে হবে। আনন্দ উচ্ছ্বাস দুঃখ সব কাঁধে কাঁধ মিলিয়ে ভাগ করে নিতে হবে। তবেই সফল হবে বিয়ে।
বলিপাড়ায় এই মুহূর্তে খবরের শিরোনামে রয়েছে আলিয়া-রণবীরের দিয়ে। রণবীর কাপুরের মা নিতু কাপুর বারবার এই খবরকে নস্যাৎ করছেন। তবুও সেই আলোচনা থামছে না। কেউ বলছেন 15 তারিখ আবার কেউ বলছেন 17 তারিখ চার হাত এক হতে চলেছে।