দিম্মার কোলে ছোট্ট দেব্যান! হাজার ব্যস্ততাতেও মায়ের জন্মদিনে অদেখা মিষ্টি ছবি পোস্ট করতে ভুললেন না যোগ্য মেয়ে শ্রেয়া ঘোষাল
আমি বাংলা বলিউড কে যে ক’জন শিল্পী উপহার দিয়েছে তাদের মধ্যে সবথেকে জনপ্রিয় সংগীতশিল্পী বর্তমান দিনে বলা যায় দুজনকে। এক হলেন অরিজিৎ সিং এবং দ্বিতীয় হলেন শ্রেয়া ঘোষাল। যদিও শ্রেয়া বলিউডে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন অনেক আগে তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন তাঁর গানের জন্য। মানুষ তাকে ভালোবাসে এই কারণে যে তার অত্যন্ত down-to-earth ব্যবহার এবং বাংলার সঙ্গে নিজেকে জুড়ে রাখা।
কিছুদিন আগেই একটা পোস্ট ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল শ্রেয়া ঘোষাল গানের রিহার্সাল এর মধ্যেই নিজের ছোট্ট ছেলে দেব্যানকে নিয়ে নাচ করছেন তাকে শান্ত করার জন্য। শ্রেয়ার স্বামী শিলাদিত্য তাকে সুপারমম আখ্যা দিয়েছিলেন। এই বছর মে মাসে শ্রেয়ার ছেলের এক বছর হবে। কিন্তু যেভাবে তিনি নিজের কাজের সঙ্গে ছেলেকে নিজের হাতে সামলাচ্ছেন তা দেখে ভীষণ খুশি তার অনুরাগীরা।
আজ কিছুক্ষণ আগে শ্রেয়া ঘোষাল আবার এমন একটি পোস্ট করলেন যা দেখে আবেগে ভাসছে নেট পাড়া। শ্রেয়া ঘোষাল আদ্যোপান্ত বাঙালি আমরা খুব ভাল করেই জানি।বিশেষ করে তার মা-বাবাকে দেখে আরো ভালো লাগে কারণ তারা পুরোপুরি বাঙালি কালচারকে ধরে রেখেছেন। শ্রেয়ার মা শাঁখা সিঁদুর পলা বাঙালি শাড়ি সব সময় পরে থাকেন।
আজ শ্রেয়া ঘোষালের মায়ের জন্মদিন। সেই উপলক্ষে শ্রেয়া নিজের ছোটবেলার ছবি এবং মায়ের কোলে তার ছেলের ছবি একসঙ্গে কোলাজ করে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।
তিনি দেখলেন যে মা তুমি থাকলে সব ভালো হয়। শুভ জন্মদিন আমার গুরু, আমার শক্তি, আমার প্রিয় বন্ধু, আমার অন্তর্ভূত বিবেক। তুমি আমার সবকিছু আর ছোট্ট দেব্যান ভীষণ লাকি তোমাকে দিম্মা হিসেবে পেয়ে। আমরা তোমাকে ভালোবাসি।
শ্রেয়ার এই পোস্ট দেখে তার কমেন্ট বক্স ভরে যাচ্ছে শ্রেয়ার মায়ের প্রতি ভালবাসায়। সকলেই বলছেন যে তিনি সত্যিই রত্নগর্ভা এরকম একটি যোগ্য কন্যা সন্তান তিনি গর্ভে ধারণ করেছিলেন।