মেয়ের হবু স্বামী পলাশের কু’কীর্তি ফাঁস হতেই, রক্তচাপ বেড়ে অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা! বিয়ে থেকে সম্পর্ক ভাঙনের খবরে শোরগোল শুরু হতেই, স্পষ্ট সিদ্ধান্ত জানালেন স্মৃতি মান্ধানা! ঠিক কী ঘটেছে?

ভারতীয় ক্রিকেট মহলে একের পর এক সম্পর্ক ভাঙনের খবর যখন শোরগোল ফেলে দিচ্ছে, ঠিক তখনই সামনে এল স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের সম্পর্ক ঘিরে আরও চাঞ্চল্যকর তথ্য। চাহাল থেকে হার্দিক, একাধিক তারকার বিয়ে ভাঙা যেমন আলোচনায় ছিল, তেমনই ক্রিকেটপ্রেমীদের নজর ছিল স্মৃতির বিয়ের দিকেও। রবিবার যে দিন দুই পরিবারের উপস্থিতিতে স্মৃতির জীবনে নতুন অধ্যায় শুরু হওয়ার কথা ছিল, সেদিনই ঘটল ঠিক উল্টো ঘটনা।

বিয়ের দিনের সকালেই আচমকা অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে এবং চিকিৎসকরা জানান তাঁর রক্তচাপ বেড়ে যায়, পাশাপাশি কার্ডিয়াক এনজাইমেও অস্বাভাবিক পরিবর্তন দেখা গেছে। পরিবারের সবার দৃষ্টি সেই মুহূর্তে বাবার স্বাস্থ্যের দিকেই ছিল। পরিস্থিতি খানিকটা সামাল দিলেও বিয়ে আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেন স্মৃতি ও তাঁর পরিবার।

কিন্তু পরবর্তী ঘটনাপ্রবাহ আরও বড় ঝড় তোলে। খবর ছড়িয়ে পড়ে যে পলাশ মুচ্ছলও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তবে কিছুক্ষণের মধ্যেই সামনে আসে আসল চাঞ্চল্য। ভাইরাল হয় পলাশের একাধিক চ্যাট যেখানে তাঁকে দেখা যায় স্মৃতির ঘনিষ্ঠ বান্ধবী মেরি ডি’কস্টার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথোপকথনে। সোশ্যাল মিডিয়ায় এই স্ক্রিনশট রীতিমতো ঝড় তোলে এবং খানিকক্ষণেই সব দিক থেকেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন পলাশ।

ঘটনা সামনে আসতেই স্মৃতি নীরব থাকেননি। সম্পর্ক নিয়ে আর কোনও ধোঁয়াশায় থাকতে চান না তিনি। নিজের সিদ্ধান্ত স্পষ্টভাবে জানিয়ে দেন যে তিনি এই মুহূর্তে বিয়ের পথে হাঁটছেন না। নিজের ব্যক্তিগত সম্মান, পরিবার এবং মানসিক শান্তির কথাই সবচেয়ে আগে বলে মনে করছেন তারকা ক্রিকেটার। পরিস্থিতি যতই অস্বস্তিকর হোক, তিনি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন বলেই মনে করছেন অনেকে।

আরও পড়ুনঃ ‘আমায় ছাড়া এই চরিত্রটা হতো না…এর থেকে বড় পুরস্কার বা প্রাপ্তি হতে পারে না!’ সুদীপ মুখোপাধ্যায়ের আবেগঘন স্বীকারোক্তি! অভিনেতার চোখে ‘চিরসখা’র স্বতন্ত্র, জীবনের অন্যতম সেরা চরিত্র! আপনাদের কেমন লাগে স্বতন্ত্র হিসেবের তাঁর অভিনয়?

এই জটিল ঘটনাপ্রবাহের মাঝে পলাশের বোন ও জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছল একটি বিবৃতি দিয়ে সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তবে তাতেও বিতর্ক থামেনি। বরং আরও বজ্রাঘাতের মতো ফিরে এসেছে প্রশ্ন, তারকা সম্পর্কের ঝলমলে মুখোশের আড়ালে ঠিক কী লুকিয়ে থাকে। স্মৃতির সিদ্ধান্তে একদল সমর্থন জানালেও, সামনে পরিস্থিতি কোন দিকে এগোয়, তা এখন সময়ই বলবে।

You cannot copy content of this page