‘পাগলের সন্তান পাগলই হবে!’ মায়ের প্রতি হওয়া অপমান প্রকাশ্যে আনলেন গায়ক স্নিগ্ধজিৎ,শুনে চোখে জল সকলের

জি বাংলা সারেগামাপার মঞ্চে জনপ্রিয়তা অর্জন করে গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিক। এরপর আবার হিন্দি চ্যানেলে হওয়া সারেগামাপার অনুষ্ঠানে দেখা যায় তাকে। সেখানে হিমেশ রেশমিয়া, শংকর মহাদেভানের মত ব্যক্তিত্বদের মন জয় করে ফেলেছে সে। সেই অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে মায়ের প্রতি হওয়া অন্যায়ের কথা তুলে ধরল বালুরঘাটের স্নিগ্ধজিৎ।

গায়ক জানায় তার বাবা মানসিকভাবে অসুস্থ হওয়ায় যখন তার মা গর্ভবতী হয় সেই সময় অনেকে তাকে উপদেশ দেয় সন্তান নষ্ট করে দেওয়ার। তাদের ধারণা ছিল যেহেতু বাবা পাগল তাই সন্তানও পাগল হবে।

গানের অনুষ্ঠানটির এই পর্বে অনুষ্ঠানের প্রতিযোগিরা তাদের মায়ের উদ্দেশ্যে গান গেয়েছে। সেখানে স্নিগ্ধজিতের মা উপস্থিত থাকতে পারেননি কারণ তিনি এই মুহূর্তে শারীরিকভাবে অসুস্থ। অক্সিজেন সাপোর্ট চলছে তাঁর। তবে গ্রামের বাড়ি থেকে ছেলের পারফরম্যান্স দেখেছেন তিনি। নিজের প্রতিভার মাধ্যমে স্নিগ্ধজিৎ তার মায়ের প্রতি হওয়া অপমানের জবাব দিয়েছে নিন্দুকদের। তার প্রতিভায় গর্বিত তার পরিবার।

You cannot copy content of this page