স্ত্রীকে প্রণাম না করে রাতে ঘুম আসেনা এই জনপ্রিয় অভিনেতার! ঘুমোতে যাওয়ার আগে স্ত্রীর পায়ে মাথা রাখেন রোজ! জানেন, কেন করেন এমন অভিনেতা?

নানান বিতর্কে ঘেরা এই ‘জনপ্রিয় বিধায়ক-অভিনেতা’র (Famous Actor) জীবন যেন রূপকথার চেয়েও বেশি নাটকীয়! জনসমক্ষে কখনও হাসিখুশি, কখনও গম্ভীর, কিন্তু পর্দার বাইরে তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে রয়েছে অজস্র প্রশ্ন, কানাঘুষো এবং গুজব। গত নির্বাচনের আগে হঠাৎ এক নারীর বিস্ফোরক দাবি ঘিরে তৈরি হয়েছিল প্রবল চাঞ্চল্য। অভিযোগ উঠেছিল, তিনি নাকি বিবাহ বহির্ভূত সম্পর্কে এক সন্তানের পিতা!

যদিও এই অভিযোগের পিছনে প্রমাণ মেলেনি বলেই দাবি উঠেছিল অভিনেতার ঘনিষ্ঠ মহল থেকে। দাবিটি করেছিলেন লখনউয়ের এক মহিলা, যিনি জানান তাঁর মেয়ের নাম শেনোভা এবং তাঁর পিতা হলেন ওই জনপ্রিয় অভিনেতাই। প্রথমে বিষয়টি উড়িয়ে দেন তিনি, কিন্তু ক্রমেই বিতর্ক এমন জায়গায় পৌঁছায় যে শেষমেশ তাঁকে ডিএনএ টেস্ট পর্যন্ত করাতে হয়। সেই টেস্টের ফল কী, তা অবশ্য আজও প্রকাশ্যে আনেননি তিনি।

প্রসঙ্গত ১৯৯৩ সালে তৎকালীন প্রেমিকা যিনি বর্তমানে স্ত্রী, তাঁকে বিয়ে করেছিলেন এই তারকা। বর্তমানে তাঁদের এক পুত্র ও তিন কন্যা রয়েছে। সবকিছুর মাঝে সম্প্রতি টেলিভিশনের এক জনপ্রিয় কমেডি শোয়ে গিয়ে আবার শিরোনামে উঠে এলেন তিনি। শোয়ের সঞ্চালক জানালেন, এই অভিনেতা নাকি প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে স্ত্রীকে প্রণাম করেন! উপস্থিত অতিথিরা এই কথা শুনে অবাক হয়ে যান। কেউ প্রশংসা করেন, কেউ আবার কটাক্ষ করতেও ছাড়েননি।

তবে অভিনেতা নিজে বিষয়টি ব্যাখ্যা করে বলেন, স্ত্রী তাঁর জীবনের সবচেয়ে বড় সহায়, এবং তিনি জীবনের ওঠাপড়ায় সবসময় পাশে ছিলেন বলেই এই শ্রদ্ধা। এই অভিনেতা আর কেউ নন, ভোজপুরী সিনেমার জনপ্রিয় অভিনেতা ‘রবি কিষণ’ (Ravi Kishan)। দীর্ঘদিন ধরে অভিনয়ের পাশাপাশি রাজনীতির মঞ্চেও সক্রিয় তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, তাঁর স্ত্রীর অবদানই তাঁকে মানুষ করেছে, তাই স্ত্রীকে প্রতিদিন সম্মান জানান তিনি।

আরও পড়ুনঃ “ভালোবাসতাম, এখনও ভালোবাসি!” “ভবিষ্যতে কী হবে জানি না, তবে জানাজানি হবেই!”— বিচ্ছেদের পথে হাঁটলেও সব্যসাচীর জন্য মন খোলা সুস্মিতার! পুরোনো সম্পর্কে ফেরা নিয়ে স্পষ্ট না হলেও দরজা পুরোপুরি বন্ধ নয়, বললেন সুস্মিতা! তবে কী ফের মিলনের ইঙ্গিত?

এমনকি স্ত্রী বাধা দিলেও, তিনি শোনেন না। এই ঘটনা এবং বক্তব্য অবশ্য নতুন করে আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে রবি কিষণকে। একদিকে রাজনৈতিক বিতর্ক, অন্যদিকে ব্যক্তিগত জীবনের মিষ্টি স্বীকারোক্তি—সব মিলিয়ে ফের লাইমলাইটে এই ভোজপুরী তারকা। দর্শকের চোখে তিনি যেমন নায়ক, বাস্তব জীবনে ততটাই জটিল এক মানুষ, যাঁর জীবনের প্রতিটি অধ্যায় যেন একেকটি চলচ্চিত্রের চেয়ে কম নয়।

actor’s confession

You cannot copy content of this page