ভবিষ্যতে আর হয়তো বিয়ে করবেন না তাহলে এলিজিবল ব্যাচেলর সালমান খান কাকে দিয়ে যাবেন নিজের ২৩০০ কোটি টাকার সম্পত্তি?
তাকে বলা হয় বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর। তবে এলিজিবল না হোক, পঞ্চাশ বছর বয়সেও অটুট রয়েছে ভাইজানের যৌবন। কবে ঠিক বিয়ে করবেন সেটা কেউ বলতে পারছে না। বস্তুত আদৌ তিনি বিয়ে করবেন কিনা তাও ঠিক কারোর জানা নেই।
তাহলে নিজের বংশধর না থাকলে নিজের সম্পত্তি কাকে লিখে দিয়ে যাবেন ভাইজান? সলমান খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৬০ কোটি ডলার অর্থাৎ ২৩০৪ কোটি টাকার মত। এখন নিজের অবর্তমানে এই এত টাকার সম্পত্তি কার নামে লিখে রেখে যাবেন সালমান খান সেই নিয়ে উঠেছে প্রশ্ন।
সালমান খান নিজেই এই প্রশ্নের উত্তর একটি সাক্ষাৎকারে দিয়েছিলেন। সালমান খান জানিয়েছিলেন যে, তিনি ভবিষ্যতে হয়তো আর কোনদিনও বিয়ে করবেন না। সেক্ষেত্রে তিনি নিজের সমস্ত সম্পত্তি ট্রাস্টের নামে করে দিয়ে যাবেন। যদি বাস্তব ক্ষেত্রে তিনি কোনদিনও বিয়ে করে উঠতে না পারেন তাহলে তার সমস্ত সম্পত্তি ট্রাস্টেই যাবে।