রূপ,গুণ,অর্থ সবই ছিল তাহলে কেন সারাজীবন অবিবাহিত থাকলেন লতা মঙ্গেশকর? জানুন অজানা কাহিনী

সদ্য প্রয়াত হলেন বলিউডের বিখ্যাত সঙ্গীতশল্পী লতা মঙ্গেশকর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড। তাঁর অনুরাগীরা চোখের জলে শেষ বিদায় জানালেন সুর সম্রাজ্ঞীকে। শনিবার তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর পেয়েই হাসপাতালে ছুটে এসেছিলেন তাঁর ছোটো ভাই-বোনেরা। তবে ধরে রাখা গেলো না তাঁকে। করোনা পরবর্তী সময়ে তিনি বেশ অসুস্থ হয়ে পড়েন। সেই অসুস্থতার ধাক্কা আর সামলাতে পারলেন না তিনি।

গোটা জীবন ধরে তাঁর একমাত্র ধ্যান-জ্ঞান ছিল সঙ্গীত। তবে তিনি কেনো বিয়ে করেননি এই প্রশ্ন অনেকেই করেন। একবার সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তরে লতাজি বলেছিলেন যে ঈশ্বরের ইচ্ছাতেই নাকি সবকিছু হয়। আর যা হয় সেটা সকলের ভালোর জন‍্যই হয়।

গায়িকা জানান এই প্রশ্ন তাঁকে আগে করা হলে উত্তর অন্যরকম হতো তাঁর। তবে এখন এই নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই। কিন্তু তাহলেও মাঝে মাঝে তিনি একাকীত্বে ভোগেন। এর কারণ হলো তাঁর সব বন্ধুরা একে একে বিদায় নিয়েছেন। তিনি একা পড়ে রয়েছেন এখানে। তাই সেই মিষ্টি দিনগুলোর স্মৃতি আজকে একাকী থাকেন তিনি।

আবার এও গুজব আছে যে একসময় লতা কারুর প্রেমে পড়েছিলেন কিন্তু সেই প্রেম পূর্ণতা পায়নি। হয়তো সেই জন্যেই আর বিয়ের কথা ভাবেননি তিনি। তবে এই তথ্য সঠিক কিনা সে নিয়ে কিছুই বলেননি কোনোদিন লতা। প্রচলিত আছে যে দুঙ্গরপুরের রাজ ঘরানার মহারাজ রাজ সিং এর প্রেমে নাকি পড়েছিলেন লতা।