পিরিয়ডসের সময় সে’ক্স করতে, বন্ধুদের সঙ্গে রাত কাটাতে বাধ্য করত, ন’গ্ন ছবি তুলে ব্ল্যা’কমে’ল করত! স্বামীর বিরুদ্ধে মুখ খুলে আদালতে জনপ্রিয় অভিনেত্রী

বলিউডের আলো ঝলমলে দুনিয়া ছেড়ে সুখী সংসারের স্বপ্নে বিদেশ পাড়ি দিয়েছিলেন তিনি। প্রেমের টানে বিদেশী ব্যবসায়ীকে বিয়ে করে নতুন জীবনের পথচলা শুরু করেছিলেন তিনি। আপাত দৃষ্টিতে সংসার ছিল সুখের।‌ তিন সন্তান, স্বামী নিয়ে ঝকঝকে সংসার।‌
কিন্তু সেই স্বপ্নের সংসারই আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। দীর্ঘ দিনের সহ্যশক্তি শেষ করে অবশেষে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী।

বিয়ের পর থেকেই যে জীবনটা সুখের হবে ভেবেছিলেন, সেই জায়গাতেই শুরু হয় নানান অশান্তি এবং হেনস্থার অভিযোগ। মুম্বই আদালতে জমা দেওয়া নালিশে তিনি জানান, ইতালিতে হানিমুনে থাকার সময় শারীরিক অসুস্থতা উপেক্ষা করে স্বামী তাঁকে জোর করে যৌন সম্পর্কে বাধ্য করতেন। এমনকি পিরিয়ডের সময়ও তাঁর সহ্যশক্তির ওপর চাপ সৃষ্টি করে সঙ্গমে বাধ্য করা হতো। অস্বস্তি বাড়তে থাকলে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয় অভিনেত্রী, কিন্তু তাতেও নাকি স্বামী কোনও গুরুত্ব দেননি।

কথা বলছি বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির কথা।‌ এতেই শেষ নয়। অভিযোগ অনুযায়ী তার স্বামী পিটার নাকি তাঁকে জোর করে অ্যানাল সেক্স করাতেন। পাশাপাশি বন্ধুদের সঙ্গে রাত কাটানোর জন্য চাপ দেওয়া, নিজের অজান্তে নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেল করা– এসব ঘটনার কথাও আদালতকে জানিয়েছেন অভিনেত্রী। দিন দিন অত্যাচারের মাত্রা বাড়তে থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সন্তানদের কথা ভেবে বারবার চুপ করে থেকেছেন, কিন্তু শেষ পর্যন্ত আত্মসম্মানের টানে আইনের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেন।

২০১১ সালে বিয়ের পর ২০১২ সালে যমজ সন্তানের মা হন সেলিনা। পরে ২০১৭ সালে আবারও যমজ সন্তানের জন্ম হলেও বিরল রোগে এক সন্তানকে হারানোর বেদনা তাঁকে ভীষণভাবে নাড়া দেয়। এমন কঠিন সময়ে স্বামীর অত্যাচার আরও বেড়ে গিয়েছিল বলে দাবি তাঁর। এই দীর্ঘ বছরের যন্ত্রণার প্রমাণও মামলার সঙ্গে জমা দিয়েছেন সেলিনা।

আরও পড়ুনঃ ‘মাকে আর বাঁচাতে পারছি না একা’ ‘মিঠাই’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক, আজ লড়ছেন মৃ’ত্যুর সঙ্গে! জীবন বাঁচাতে প্রয়োজন বিপুল সংখ্যক অর্থ, মায়ের পাশে দাঁড়ানোর করুন আহ্বান ছেলের! কী হয়েছে অভিনেত্রীর?

সম্প্রতি অস্ট্রিয়া থেকে ভারতে ফিরে এসে মুম্বইয়ে স্থায়ী হয়েছেন অভিনেত্রী। ডিভোর্সের পাশাপাশি ৫০ কোটি টাকার খোরপোষ দাবি করেছেন তিনি। আগামী ১২ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। অন্যদিকে, পিটার হ্যাগও নাকি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল। এখন নজর আদালতের রায় এবং এই বহুল আলোচিত মামলার পরবর্তী পদক্ষেপে।