‘মাকে আর বাঁচাতে পারছি না একা’ ‘মিঠাই’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক, আজ লড়ছেন মৃ’ত্যুর সঙ্গে! জীবন বাঁচাতে প্রয়োজন বিপুল সংখ্যক অর্থ, মায়ের পাশে দাঁড়ানোর করুন আহ্বান ছেলের! কী হয়েছে অভিনেত্রীর?

টলিপাড়া আবার সকাল সকাল দুঃসংবাদ! জনপ্রিয় অভিনেত্রী ‘শ্রাবণী বণিক’ (Shrabani Banik) বর্তমানে কঠিন অসুস্থতার সঙ্গে লড়ছেন। তাঁর অসুস্থতার কথা এতদিন খুব কম লোক জানলেও, আজ তাঁর ছেলে ‘অচ্যুত আদর্শ’র (Achyuta Adarsha) সমাজ মাধ্যমে আবেগঘন আবেদনটি সামনে আসতেই খবরটি আলোচনায় চলে আসে। দীর্ঘদিন ধরে রোগের সঙ্গে লড়াই করলেও এখন জরুরিভাবে অর্থের প্রয়োজন, যা একা পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।

প্রসঙ্গত, শ্রাবণী বণিক বাংলা টেলিভিশনের খুব পরিচিত মুখ। ‘মিঠাই’, ‘ঝাঁঝ লোবোঙ্গো ফুল’, ‘লাল কুঠি’, ‘ভুতু’ সহ অনেক জনপ্রিয় ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। শুধু অভিনয়ই নয়, টলিউডের প্রযোজনাতেও তাঁর অবদান আছে। এই শিল্পীসত্তার মানুষটিই আজ মৃ’ত্যুর সঙ্গে লড়াই করছেন আর তাঁর পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন সহকর্মী, পরিচিতজন ও দর্শকরা। তবে সেটাও এখন কম পড়ে যাচ্ছে।

দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের অ্যাডিনোকার্সিনোমা (Cancer) এবং মেটাস্টেসিসে ভুগছেন। তাঁর চিকিৎসার জন্য ইতিমধ্যে যা সম্ভব ছিল, তা করেছে শ্রাবণীর পরিবার। কিন্তু ক্যা’ন্সা’রের চিকিৎসা দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল। প্রয়োজনীয় ওষুধ, হাসপাতালের খরচ, কেমো থেরাপি মিলিয়ে প্রায় ১২ লক্ষ টাকা অতিরিক্ত প্রয়োজন, যা সংগ্রহ করতে না পেরে হতাশ হয়ে পড়েছেন অচ্যুত। তাইই তিনি মানুষের কাছে খোলা হৃদয়ে অনুরোধ করেছেন।

অল্প যাই হোক না কেন সাহায্য যেন পৌঁছে যায় তাঁর মায়ের কাছে। মানুষের ছোট ছোট অবদানই বড় শক্তিতে পরিণত হতে পারে, এই আশা নিয়েই শুরু হয়েছে এই ফান্ডরেইজার। কেউ ৫০ টাকা, কেউ ১০০ টাকা, কেউ বা আরও বেশি যতটুকুই হোক, প্রতিটি দান শ্রাবণীর চিকিৎসাকে আরও এক ধাপ এগিয়ে দেবে। একটি মা, একজন শিল্পী, একজন মানুষের জীবনের অস্তিত্ব আজ মানুষের সাহায্যের ওপরই নির্ভর করছে।

আরও পড়ুনঃ ‘পলাশের সঙ্গে কখনও দেখা হয়নি, আমাদের সম্পর্ক…’ ব্যাক্তিগত চ্যাট ফাঁস, লাগাতার ট্রোলিংয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে মুখ খুললেন বিতর্কিত কোরিওগ্রাফার! স্মৃতিকে সম্মান জানিয়ে কী বললেন তিনি?

আজ টলিপাড়ায় শুধু দুশ্চিন্তার ছায়াই নেই, আছে একতা আর ঐক্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রয়াস। অচ্যুত আর তাঁর পরিবার আশা করছেন, মানুষের এই ভালোবাসা ও সহমর্মিতা তাঁকে নতুন করে লড়াই করার শক্তি দেবে। যারা সাহায্য করতে চান, তাঁরা এই লিঙ্কে বা নম্বরে গিয়ে বিস্তারিত পড়ে অনুদান করতে পারেন: https://ketto.org/s?id=rm-8416066629566349-8895434

You cannot copy content of this page