‘গানকে সভ্যভাবে ধ’র্ষণ করার জন্য ধন্যবাদ, লেজেন্ড’, পুষ্পার বিখ্যাত শ্রীভল্লি গান গেয়ে চূড়ান্ত ট্রোলের শিকার বাংলাদেশের হিরো আলম

আমাদের ভারতে যেমন বেশকিছু ইউটিউবার আছেন যাদের নিজস্ব কোন ট্যালেন্ট নেই, কেবলমাত্র ভাঁড়ামো করেই তাদের দিন যায়। এরা কিছু না পারলেও লোককে জোর করে হাসানোর চেষ্টা করে তাতে লোকের তো হাসি পায়ই না, বরং নিজেরাই হাসির খোরাক হয়ে যায়।

ভারতে যেরকম রয়েছেন ঢিনচ্যাক পূজা, যার গলায় গানের কোন সুর নেই তবু তাকে গাইতে হবে। সে রকমই একজন হলেন বাংলাদেশের হিরো আলম। এর আগে তিনি নানা ভিডিওতে কিম্ভূতকিমাকার অভিনয় করে খবরের শিরোনামে এসেছেন। তারপরে তিনি গান গাইতে শুরু করেন তাও সম্পূর্ণ বেসুরো গলায়। নিজেকে তিনি ভীষণ ট্যালেন্টেড মনে করেন। যদিও সাধারণ মানুষের কাছে তিনি হাসির খোরাক ছাড়া আর কিছু নয়।

কিছুদিন আগে তিনি খবরের শিরোনামে এসেছিলেন এই বলে যে তাকে বাংলাদেশের কেউ কাজ দিতে চায়নি এবং বাঁদর বলে অপমান করেছে তাকে তাই এবার তিনি টলিউডেই অভিনয় করবেন। তবে সম্প্রতি আবার তিনি খবরের শিরোনামে উঠে আসতে চলেছেন নিজের একটি গানের জন্য।

ভারতে এখন চলছে পুষ্পা ঝড়। আল্লু অর্জুনের ছবি মাত করে রেখেছে গোটা ভারতবাসীদের। ছবি প্রত্যেকটা গান সুপার ডুপার হিট। শ্রীভল্লি, উ আন্টাভা, সামি সামি গানে সকলেই ভিডিও বানাচ্ছেন কমবিস্তর। আর এবার শ্রীভল্লি গানটা নিজের গলাতে গেয়েই ফেললেন হিরো আলম।

সম্প্রতি একটি মিউজিক ভিডিও রিলিজ করেছেন হিরো আলম যেখানে তাকে এই গানটি নিজের গলাতে গাইতে দেখা যাচ্ছে। কিন্তু তিনি কী গাইছেন সেটা ভালো করে বোঝা যাচ্ছে না। ম’দ্যপান করে মা’তাল হয়ে তিনি গানটি গেয়েছেন সাইকেল নিয়ে একটি ব্রীজ এর উপর উঠে সেরকমটাই দেখা যাচ্ছে ভিডিওতে।

তার এই গান শুনে কানে হাত দিয়েছে নেট পাড়ার বাসিন্দারা।একজন লিখে ফেলেছেন যে সভ্য সুশীলভাবে গান কে ধ’র্ষণ করার জন্য আপনাকে ধন্যবাদ আপনি একজন লেজেন্ড।সকলেই চাইছেন যে এইভাবে গানের অপমান করাটা বন্ধ করুন হিরো আলম কিন্তু তিনি যে গেয়েই যাবেন একথা বলাই বাহুল্য।